পরনে সাদা-আকাশি রঙের স্কার্ট, সঙ্গে আকাশি টপ। পাথরের মেঝের উপর বসে রয়েছে এক কিশোরী। তাঁর সামনে খবরের কাগজের উপর বিছানো কমলা রঙের পলাশ ফুল। পাশে আরও এক কিশোরীকেও দেখা যাচ্ছে নীল জিন্স ও টপে।
তবে কথা হচ্ছে, বামদিকে স্কার্ট পরে বসে থাকা কিশোরীকে নিয়ে। দেখুন তো ছবিটি দেখে চিনতে পারেন কিনা? তবে কিছুটা ইঙ্গিত দিতে বলে রাখি, এই কিশোরী কিন্তু বর্তমানে টলিপাড়ার বেশ পরিচিত নাম। টেলি দুনিয়ার প্রতিষ্ঠিত অভিনেত্রী তিনি। এমনকি সম্প্রতি বড়পর্দাতেও পা রেখে ফেলেছেন। যদিও ছবিটি এখনও মুক্তি পায়নি।
এমনকি সম্প্রতি আরজি কর কাণ্ডের জেরে রাস্তায় নেমে প্রতিবাদ করতেও দেখা গিয়েছে এই অভিনেত্রীকে। তাঁর স্পষ্টভাষী স্বভাবের জন্যও তিনি বহু মানুষের কাছে প্রশংসা পেয়েছেন। আর ব্যক্তিগত জীবনে একজন পরিচালককে বিয়ে করেছেন তিনি। এবার দেখুন তো, বাম দিকে বসে থাকা এই কিশোরীকে চেনেন কিনা?

হ্য়াঁ, ঠিকই চিনেছেন। ইনি ছোট পর্দার 'রাঙা বউ' শ্রুতি দাস। টেলি দুনিয়ায় ভীষণই জনপ্রিয় তিনি। সম্প্রতি উইনডোজ প্রোডাকশনের 'আমার বস' ছবির জন্য রাখী গুলজারের বিপরীতে অভিনয় করেছেন শ্রুতি। তবে সেই ছবি এখনও মুক্তি পায়নি।
প্রসঙ্গত টেলিপর্দায় ‘ত্রিনয়নী’ ও ‘রাঙা বউ’-তে কাজ করে ভীষণই জনপ্রিয়তা পান শ্রুতি। ঘটনাচক্রে দুই ধারাবাহিকেরই পরিচালক ছিলেন স্বর্ণেন্দু সমাদ্দার। তাই কাজের সূত্র ধরেই স্বর্ণেন্দু-শ্রুতি বন্ধুত্ব তৈরি হয়। পরে সেই বন্ধুত্ব প্রেমে পরিণতি পায়। গতবছর অর্থাৎ ২০২৩-এ সকলকে চমকে দিয়ে নিজেদের আইনি বিয়েটা সেরে ফেলেন শ্রুতি-স্বর্ণেন্দু। ২০২৫-এ তাঁদের আনুষ্ঠানিক বিয়ের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছিলেন তাঁরা।
আর কিশোরীর বয়সের এই ছবিটি সম্প্রতি ফেসবুকের পাতায় পোস্ট করেছিলেন শ্রুতি নিজেই। যেটি কিনা শ্রুতি তাঁরই এক বন্ধু তমোসার সঙ্গে তুলেছিলেন। আবার ওই একই বন্ধুর সঙ্গে সাম্প্রতিক সময়ের ছবি তুলেও কোলাজ করে পোস্ট করেছেন অভিনেত্রী। অতীত ও বর্তমান দুটি ছবিই কাটোয়ায় নিজের দেশের বাড়িতে তুলেছিলেন তিনি।
প্রসঙ্গত, একসময় গায়ের রং নিয়ে কিছু কম কথা শুনতে হয়নি শ্রুতিকে। এমনকী, একাধিক প্রোজেক্ট থেকে বাদও পড়েছিলেন শ্যামলা রং-এর জন্য। সেই কথা নিজেই তিনি জানিয়েছিলেন জোশ টকসে। এমনকী, অনেকে তো শ্রুতিকে এই বলেও ফিরিয়ে দিয়েছিলেন, ‘নায়িকাসুলভ চেহারা’টাই নাকি তাঁর নেই। তবে বারবার অভিনয় দিয়ে নিজেকে প্রমাণ করেছেন শ্রুতি। তাঁর শেষ ধারাবাহিক রাঙা বউ-ও একটানা টিআরপি-র সেরা দশে জায়গা ধরে রেখেছিল।