বাংলা নিউজ > বায়োস্কোপ > Garga Chatterjee: 'বাংলা-ওড়িয়া-কন্নড় ভাষায় কেন UPSC দেওয়া যাবে না?' ১২ ফেল দেখে ক্ষুব্ধ বাংলা পক্ষের গর্গ
পরবর্তী খবর
Garga Chatterjee: 'বাংলা-ওড়িয়া-কন্নড় ভাষায় কেন UPSC দেওয়া যাবে না?' ১২ ফেল দেখে ক্ষুব্ধ বাংলা পক্ষের গর্গ
1 মিনিটে পড়ুন Updated: 10 Jan 2024, 11:56 AM ISTSubhasmita Kanji
Garga Chatterjee: টুয়েলভথ ফেল ছবিটি অহিন্দি ভাষীদের গালে চড় কষিয়েছে! সম্প্রতি কেন এমনটা দাবি করলেন গর্গ চট্টোপাধ্যায়?
১২ ফেল দেখে ক্ষুব্ধ বাংলা পক্ষের গর্গ
টুয়েলভথ ফেল ছবিটি পুজোর ঠিক পরপর অক্টোবর মাসে মুক্তি পেয়েছিল। বক্স অফিসে মোটের উপর ভালো ব্যবসা করলেও ছবিটি যখন ওটিটিতে মুক্তি পেল কিছুদিন আগে তখন এটিকে নিয়ে চর্চা যেন কয়েক গুণ বেড়ে গিয়েছে। এই ছবিতে উঠে এসেছে চম্বলের এক প্রত্যন্ত গ্রামের একটি টুয়েলভ ফেল করা ছেলে কীভাবে আইপিএস অফিসার হয়ে ওঠে সেই গল্প। সত্য ঘটনার উপর নির্মিত এই ছবি নিয়ে এবার একটি বিতর্কটি মন্তব্য করে বসেছেন বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়।
টুয়েলভথ ফেল নিয়ে কী লিখেছেন গর্গ?
৯ জানুয়ারি, মঙ্গলবার গর্গ চট্টোপাধ্যায় টুইটার যা বর্তমানে এক্স নামে পরিচিত সেখানে একটি টুইট করেন টুয়েলভথ ফেল ছবিটি নিয়ে। সেখানে তিনি লেখেন, 'টুয়েলভথ ফেল ছবিটি অহিন্দি ভাষী মানুষদের গালে যেন একটা চড়, এই ছবিটি যেন বুঝিয়ে দিল তাঁরা সকলেই দ্বিতীয় শ্রেণীর নাগরিক। একজন টুয়েলভথ ফেল বাঙালি, বা তামিলিয়ান, বা তেলুগু বা মারাঠি, বা অহমিয়া বা ওড়িয়া বা কন্নড় বা পঞ্জাবি কারও কোনও অধিকারই নেই ইউপিএসসির প্রিলিম পরীক্ষা দেওয়ার নিজের বাংলা বা তামিল বা মারাঠি বা ওড়িয়া বা কন্নড় কিংবা পঞ্জাবি ভাষায়।'
তাঁর এই পোস্টে অনেকেই নিজেদের মতো করে মত পোষণ করেছেন। কেউ তাঁকে সমর্থন করেছেন, কেউ আবার বিরোধিতা করেছেন। এক ব্যক্তি লেখেন, 'ইউপিএসসিতে ইংলিশ পেপার কম্পালসারি। যে মানুষটা সম্পূর্ণ বাংলা ভাষায় কথা বলেন বা কেবল বাংলা জানেন তিনি কী করে এই পরীক্ষা দেবেন? এটার সঙ্গে হিন্দি বা অহিন্দির কী সম্পর্ক?' দ্বিতীয় ব্যক্তি লেখেন, 'আপনি আর্টিকেল ৩৫১ এর বৈধতাকে চ্যালেঞ্জ কেন করছেন না?
টুয়েলভথ ফেল প্রসঙ্গে
টুয়েলভথ ফেল ছবিটিতে উচ্চাকাঙ্ক্ষা, আশা, প্রত্যাশা, মন দিয়ে পড়াশোনা করা, চেষ্টা, এবং হাজারো প্রতিকূলতার পর লক্ষ্যপূরণের গল্প উঠে এসেছে। এই ছবিটি তৈরি করা হয়েছে অনুরাগ পাঠকের গল্পের বইয়ের ভিত্তি। তাঁর লেখা এই বইটি অন্যতম সেরা বিক্রিত বই যেখানে আইপিএস অফিসার মনোজ কুমার শর্মা এবং আইআরএস অফিসার শ্রদ্ধা যোশীর গল্প বলা হয়েছে। বিক্রান্ত মাসে ছাড়াও এই ছবিতে আছেন মেধা শঙ্কর। বিক্রান্তের বিপরীতেই তাঁকে দেখা গিয়েছে এখানে।