
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
২০২৩ সালে হিট সিনেমা গদর ২ মুক্তি পাওয়ার পর ফের একবার ঘুরে দাঁড়িয়েছে বলিউডে সানি দেওলের কেরিয়ার। লম্বা সময় পর সাফল্যের মুখ দেখেছেন ধর্মেন্দ্র পুত্র। তবে এই স্বস্তি বোধহয় ক্ষণস্থায়ী। এবার বলিউডের এক নামী প্রযোজক তাঁর বিরুদ্ধে আনলেন প্রতারণা, তোলাবাজি এবং জালিয়াতির অভিযোগ।
সানডন এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেডের প্রযোজক সৌরভ গুপ্তা একটি সাংবাদিক সম্মেলন ডেকে অভিযোগ করেন যে, সানি ২০১৬ সালে একটি সিনেমা করার জন্য তাঁর কাছ থেকে অগ্রিম অর্থ নিয়েছিলেন। তিনি ছবিটি শুরু করার প্রতিশ্রুতি দেওয়ার সময় আরও বেশি অর্থ নিতে থাকেন। তবে শেষ পর্যন্ত তাঁর সাম্প্রতিক ছবি গদর ২ বিশাল হিট হওয়ার আর করেননি ছবিখানা।
সৌরভ এইচটি সিটিকে জানিয়েছেন যে, ‘২০১৬ সালে আমার সিনেমায় প্রধান চরিত্র হিসাবে থাকার প্রতিশ্রুতি হিসেবে সানি দেওল ৮ কোটি পারিশ্রমিকের বিনিময়ে একটি চুক্তি স্বাক্ষর করেন। তিনি আমার কাছে আরও টাকা চাইতে থাকেন এবং ততক্ষণে আমার ২.৫৫ কোটি টাকা সানিজির অ্যাকাউন্টে চলে এসেছে। তিনি আমাকে অন্য পরিচালককে টাকা দেওয়া, ফিল্মিস্তান স্টুডিয়ো বুকিং করা এবং একজন এক্সিকিউটিভ প্রযোজক নিতে বাধ্য করেছিলেন’, জানান সৌরভ গুপ্তা।
এই প্রযোজকের আরও অভিযোগ, ২০২৩ সালে তাঁর সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন সানি। তিনি বলেন, ‘আমরা যখন চুক্তিটি পড়ি, তখন দেখি উনি তো ভিতরের পাতাই বদলে দিয়েছেন। ৪ কোটি থেকে বাড়িয়ে পারিশ্রমিক করে দিয়েছেন ৮ কোটি আর লাভ ২ কোটি করে দিয়েছেন।’
চলচ্চিত্র নির্মাতা সুনীল দর্শন, যিনি জানওয়ার (১৯৯৯) এবং আন্দাজ (২০০৩)-এর মতো চলচ্চিত্রের জন্য পরিচিত, তিনিও একই সাংবাদিক সম্মেলনে গুপ্তার সমর্থনে এসেছিলেন। এবং অভিযোগ করেন যে তিনিও সানি দেওলের সঙ্গে তিনিও একই সমস্যার মুখোমুখি হয়েছিলেন। ‘সানি দেওল আমার সিনেমা অজয় (১৯৯৬) থেকে বিদেশে ডিস্ট্রিবিউশনের জন্য অধিকার কিনেছিলেন এবং কেবল আংশিক অর্থ প্রদান করেছিলেন। বকেয়া টাকা কখনই মেলেনি’, বলেন দর্শন। ‘পরে সানি আমাকে তাঁর সঙ্গে আরও একটি প্রজেক্টে কাজ করার অনুরোধ করেন এবং বলেন, 'আমার উপর বিশ্বাস রাখুন, আমাকে সাহায্য করুন'। আমাকে আবার টাকা দিতে বলে।’, নিজের বক্তব্যে যোগ করেন সুনীল।
নাম প্রকাশে অনিচ্ছুক ইন্ডাস্ট্রির একটি সূত্র জানিয়েছে, চুক্তি স্বাক্ষরের পর একাধিক প্রযোজকের সঙ্গে প্রতিশ্রুতি অমান্য করার জন্য কুখ্যাত সানি দেওল। তিনি বলেন, ‘বহু বছর ধরেই তিনি ঝামেলা সৃষ্টিকারী হিসেবে পরিচিত। সানি রাম জন্মভূমি নামে একটি ছবির একটি বাঁধাই স্ক্রিপ্ট এমন এক প্রযোজককে দিয়েছিলেন, যিনি মুম্বাইয়ে একটি বিশাল সেট তৈরি করেছিলেন। ৫ কোটি রুপির বিনিময়ে ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন সানি। কিন্তু পরে তিনি সেটে আসতে অস্বীকার করেন এবং ২৫ কোটি টাকা পারিশ্রমিক দাবি করেন কারণ তিনি একটি ব্লকবাস্টার (২০২৩ সালে গদর) উপহার দিয়েছিলেন।’
সৌরভ জানিয়েছেন যে, তিনি দেওলের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন, ‘পুলিশ ৩০ এপ্রিল একটি নোটিশ জারি করেছে। সানির অফিস থেকে চিঠি পাঠিয়ে জানানো হয়েছে, যেদিন তাঁর হাজিরা দেওয়ার কথা, সেদিন তিনি শহরের বাইরে ছিলেন।’
গোটা ঘটনায় সানি দেওলের তরফ থেকে মেলেনি কোনও প্রতিক্রিয়া।
৳7,777 IPL 2025 Sports Bonus