FIFA World Cup 2022: জেনিফার, শাকিরার পর এবার কাতার বিশ্বকাপের মঞ্চে পারফর্ম করবেন ‘দিলবার’ নোরা Updated: 06 Oct 2022, 11:27 AM IST Priyanka Bose Nora Fatehi: এক প্রতিবেদন অনুসারে, নোরাকে ডিসেম্বরে ফিফা বিশ্বকাপ ২০২২-এ ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে দেখা যাবে। বলা যায়, হলিউড সেননেশন জেনিফার লোপেজ ও ‘ওয়াকা ওয়াকা’খ্যাত তারকা শাকিরার পর এবার ফিফা বিশ্বকাপে পারফর্ম করবেন এই মরোক্কান সুন্দরী।