সম্প্রতি, কন্যা সানা কাপুরের বিয়ে দিলেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী সুপ্রিয়া পাঠক এবং অভিনেতা পঙ্কজ কাপুরে। মায়াঙ্ক পাহোয়ার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন সানা কাপুর। বিয়েতে তাঁদের আত্মীয় এবং নিমন্ত্রিত ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের মধ্যে উপস্থিত ছিলেন নাসিরুদ্দিন শাহ এবং তাঁর স্ত্রী রত্না পাঠক শাহ। সম্পর্কে সুপ্রিয়া পাঠকের বোন হন নাসিরুদ্দিন-পত্নী। সেই বিয়ের আসর থেকে এই চার বিরাট বলি-ব্যক্তিত্বের একসঙ্গের একটি ছবি নেটমাধ্যমে আপলোড হতেই তা নজর কেড়েছে নেটপাড়ার বাসিন্দাদের। এই চার বড় মাপের অভিনেতা-অভিনেত্রীকে একই ছবিতে দেখে দর্শককুল এতটাই মুগ্ধ যে নেটপাড়ায় তা মুহুর্মুহু শেয়ার করতে এতটুকুও দেরি করছেন না তাঁরা।নেটিজেনদের কথায়, 'এক ফ্রেম ভর্তি ট্যালেন্ট।' ছবিতে দেখা যাচ্ছে সামনে দুটি চেয়ারে পাশাপাশি বসে রয়েছেন রত্না ও সুপ্রিয়া। এবং তাঁদের পিছনে এক গাল হাসি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন নাসিরুদ্দিন শাহ এবং পঙ্কজ কাপুর। রত্নাকে দেখা গেল একটি হলুদ শাড়িতে। অন্যদিকে গোলাপি রংয়ের সালোয়ার স্যুটে ছবিতে ধরা দিয়েছেন সুপ্রিয়া। তবে মজার কথা নাসির এবং পঙ্কজ দু'জনকেই দেখা গেল প্রায় একই রকম অবতারে। পঙ্কজ ও নাসির দুজনেই পড়েছেন সাদা রংয়ের কুর্তা, তার উপরে চাপিয়েছেন কালো রংয়ের জহর কোট।তবে এই ছবির আরও একটি ব্যাপার নিয়ে মেতে উঠেছেন নেটপাড়ার বাসিন্দারা। তা হল নাসিরুদ্দিনের নয়া লুক। প্রয়াত কিংবদন্তি বৈজ্ঞানিক অ্যালবার্ট আইনস্টাইনের অতি পরিচিত লুকের সঙ্গে আশ্চর্য মিল খুঁজে পেয়েছেন তাঁরা নাসিরের। সেই অবিকল ঝুঁপো পাকা গোঁফ এবং অবিন্যস্ত ঘাড় পর্যন্ত সাদা চুল। কেউ কেউ তো আবার মজা করে এও বলেছেন, সম্পর্কে ভায়রা-ভাই হলেও পঙ্কজ এবং নাসিরকে কেমন যেন ভাই-ভাই লাগছে।