বেশ চুপিচুপি এসে কলকাতা থেকে ঘুরে গেলেন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি ও বলিউডের জনপ্রিয় পরিচালক প্রিয়দর্শন। শুধু এলেন না, দুটো দিন থেকেও গেলেন। ঘুরে দেখেছেন বোরাল। যদিও সেটা ছবির কাজে কি না, তা এখনও স্পষ্ট নয়। গিয়েছিলেন সত্যজিৎ রায়ের বিশপ লেফ্রয় রোডের বাড়িতে।পরিচালক সন্দীপ রায়ের সঙ্গে দেখাও করেন। সঙ্গে দেখা করেন পরিচালক অনিরুদ্ধ রায়ের সঙ্গে।
আনন্দবাজারকে অনিরুদ্ধ জানালেন, বহুদিন ধরেই প্রিয়দর্শনের বাংলা সিনেমার ছবি প্রযোজনা করার ইচ্ছে রয়েছে। সেই সূত্রেই তাঁর কলকাতায় আসা। যদিও এর থেকে বেশি কিছু খোলসা করতে চাইলেন না পিঙ্ক নির্মাতা।
আরও পড়ুন: আবেশে বুজে এল চোখ! ভোট মিটতেই শরীর ঠান্ডা করতে পুলে ৫৪-এর কাঞ্চনের সঙ্গে শ্রীময়ী
প্রিয়দর্শনকে কলকাতার কী খাবার খাওয়ালেন অনিরুদ্ধ? জানা গেল, ফ্রায়েড রাইস, ভেড়ার মাংস, এশীয় আর কন্টিনেন্টাল খাবার খেয়েছেন দুজনে মিলে। আর সঙ্গে জমিয়ে আড্ডা।
আরও পড়ুন: হানিমুনে ‘বিক্রি’ করে দেওয়ার চেষ্টা করে বর এই বলিউড অভিনেত্রীকে, বলুন তো কে?
আপাতত অনিরুদ্ধ ব্যস্ত তাঁর বাঙালি ছবি ডিয়ার মা নিয়ে। তিনি জানালেন, হাতে থাকা আরও কয়েকটি কাজ শেষ করে, তিনি প্রিয়দর্শনের সঙ্গে একটি মালয়ালাম ছবিও পরিচালনা করতে পারেন।
আরও পড়ুন: সততা নিয়ে হঠাৎই লম্বা পোস্ট আলিয়া ভাটের, কঙ্গনার চড় কাণ্ডই এর কারণ নয় তো?