বর্তমানে বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় শো কার কাছে কই মনের কথা। টিআরপি তালিকায় উপরের দিকেই অবস্থান শিমুলদের। একটা সময় বেঙ্গল টপারও হয়েছে এই মেগা। প্রতিটি পর্বেই নিত্যনতুন টুইস্ট। এই মুহূর্তে শিমুল-পরাগের ডিভোর্স নিয়ে জমে উঠেছে সিরিয়াল। তার মাঝেই কাহিনিতে নতুন টুইস্ট। গল্পে এন্ট্রি নিচ্ছেন নতুন ‘সুন্দরী’। আরও পড়ুন-বাঁচনা অ্যায় হাসিনো…মেয়ের বিয়েতে কান্না ভুলে মন খুলে নাচ আমিরের! বাবার সামনেই বরকে আদর ইরার
কার কাছে কই মনের কথায় শিমুলের প্রাক্তন প্রেমিক শতদ্রুকে শুরু থেকেই বেশ পছন্দ করে দর্শক। এবার তাঁর কাছের মানুষ হয়ে গল্পে এন্ট্রি হচ্ছে অভিনেত্রী সুশ্রীতা ঘোষের। এর আগে সান বাংলার ‘সুন্দরী’ মেগায় সুশ্রীতাকে নাম ভূমিকায় দেখেছে দর্শক। হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে এই সুখবর শেয়ার করে নিলেন অভিনেত্রী। এই মেগায় শতদ্রুর বোন, পরমার চরিত্রে দেখা যাবে সুশ্রীতাকে।

সুন্দরী খ্যাত সুশ্রীতা এবার কার কাছে কই মনের কথায়
জি বাংলায় প্রথম কাজ। উত্তেজিত সুশ্রীতা বললেন, ‘খুব আনন্দের মুহূর্ত। অনেক দিন ধরে ইচ্ছে ছিল জি বাংলায় কাজ করার, ফাইনালি সেটা হচ্ছে… খুব এক্সাইটেড ছিলাম প্রথম দিনের শ্যুটিংয়ে।’
নিজের চরিত্র পরমা সম্পর্কে অভিনেত্রী বলেন, ‘একদিনই শ্যুটিং করেছি এখনও। একদম পজেটিভ একটা চরিত্র। দাদার ভালো চায়। ওর একটাই চাওয়া দাদা শিমুলকে ভুলে সুস্থভাবে একটা নতুন সম্পর্ক শুরু করে সেটাই চাওয়া। দাদাকে কনভিন্স করাটা আমার কাজ।’ সুতরাং পজেটিভ চরিত্র হলেও শিমুল-শতদ্রু জুটির ভক্তদের চোখের বালি হতে পারে পরমা।
সিরিয়ালের লিডিং লেডি থেকে পার্শ্ব চরিত্রে অভিনয়ের ঘটনা নতুন নয়। তবে সেই নিয়ে কোনও আফসোস নেই সুশ্রীতার। বললেন, ‘আমার কাছে চরিত্রটাই সব। আমি কোনওদিন হিরোইন হব ভেবে ইন্ডাস্ট্রিতে আসেনি। ভালো অভিনেত্রী হতে চেয়েছি। আমার কোনও অসুবিধা নেই পার্শ্ব চরিত্রে অভিনয় নিয়ে।’
বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় নায়িকা মানালি দে। তাঁর সঙ্গে কাজের সুযোগ পেয়ে আপ্লুত সুশ্রীতা। শিমুলকে নিয়ে বললেন,'মানালিদির অনেক সিনিয়র। খুব খুশি যে ওঁনার সঙ্গে কাজের সুযোগ পাব। এখনও স্ক্রিন শেয়ার করিনি। তবে মানালিদি খুব সিম্পল, সবার সঙ্গে মিলেমিশে কাজ করেন। ওঁনার সঙ্গে আমার পরিচয় রয়েছে। আমাদের প্রযোজক অর্কদা। উনার সূত্রেই আলাপ, কথাবার্তা হয়েছে। খুব ভালো লাগছে কাজ করব একসঙ্গে এটা ভেবে'।
এই সপ্তাহ থেকেই জি বাংলার পর্দায় পরমা হিসাবে দেখা যাবে সুশ্রীতাকে।