
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
‘ঠিক যেন লাভস্টোরি’-র সঙ্গে বাংলা টেলিভিশনে আত্মপ্রকাশ করেছিলেন নীল ভট্টাচার্য। তারপর কেটে গিয়েছে ৯ বছর। প্রায় এক দশকের ব্যাবধান শেষে নীলের জীবনে ফিরল তাঁর প্রথম প্রেম! হ্যাঁ, ‘ঠিক যেন লাভস্টোরি’ ইশা আর আদি আবারও একফ্রেমে। সৌজন্যে ‘বাংলা মিডিয়াম’। স্টার জলসার এই মেগায় মঙ্গলবার থেকে দেখা যাবে অভিনেত্রী সৈরিতি বন্দ্যোপাধ্যায়কে। দারণ খুশি ইশা-আদি জুটির ভক্তরা।
এদিন সোশ্যালে এই সুখবর শেয়ার করেন দুজনে। নীলের সঙ্গে ফের স্ক্রিন শেয়ার করতে পেরে কতটা উত্তেজিত সৈরিতি। জানতে হিন্দুস্তান টাইমস বাংলার তরফে যোগাযোগ করা হয়েছিল নায়িকার সঙ্গে। শ্যুটিং-এর ফাঁকে সৈরিতি জানালেন,' দারুণ খুশি, প্রচণ্ড উত্তেজিত নীলের সঙ্গে আবার কাজ করতে পেরে। এতদিন অনেক মেসেজ পেয়েছি, লোকে ফোন করে বলেছে আদি আর ইশাকে কবে একসাথে দেখব… ফাইনালি আদি আর ইশা ইজ ব্যাক'। ‘বাংলা মিডিয়াম’-এ বিক্রমের প্রাক্তন প্রেমিকা অমৃতার চরিত্রে দেখা যাবে সৈরিতিকে। সে আবার বিক্রমের সন্তানের মা-ও!
বিক্রমের প্রথম প্রেমিকা হিসাবে বাংলা মিডিয়াম-এ সৈরিতি
অমৃতা সম্পর্কে সৈরিতি জানালেন, 'দশ বছর আগে বিক্রম আর অমৃতার সম্পর্ক ছিল। কিন্তু ওদের পথ আলাদা হয়ে যায়। সেইসময় অমৃতা ভিকির সন্তানের জন্ম দিয়েছিল, তবে ভিকিকে জানায়নি। কিন্তু এখন অমৃতা ব্লাড ক্যানসারের রোগী। ওর কিছু হয়ে গেলে ছেলেকে কে দেখবে, সেই চিন্তা থেকেই ও ভিকির কাছে ফিরে এসেছে। নিজের সন্তানকে তাঁর বাবার হাতে তুলে দেওয়ার জন্য।'
মেগা সিরিয়ালের নায়ক-নায়িকাদের দ্বন্দ্বের খবর আজকাল প্রায়ই শোনা যায়। তবে একদম উল্টো পথের পথিক নীল-সৈরিতি। দশ বছর ধরে পরস্পরের ঘনিষ্ঠ বন্ধু তাঁরা। এই রসায়নের রহস্যটা কী? নায়িকার জবাব, ‘নিঃস্বার্থ বন্ধুত্ব। আমরা দুজনেই একসঙ্গে কেরিয়ার শুরু করেছিলাম। সেই সময়টা… মানে ২৩ ঘন্টা শ্যুট, একে অপরের উপর নির্ভরশীল থাকাটা এখন রয়েছে। আজও কোনও দরকার পড়লে আমরা সবসময় একে অপরের পাশে আছি। নীল আমার সত্যি খুব ভালো বন্ধু, আমরা খুব খুশি আছি… সর্টেড আছি দুজনে (হাসি)।’
বাংলা মিডিয়াম-এ কিছুদিন আগেই মুখ বদল হয়েছে সুহানা চরিত্রে। সম্পূর্ণা লাহিড়ির জায়গা নিয়েছেন মিষ্টি সিং। পর্দায় ইতিমধ্যেই মা হয়েছে সুহানা। এবার বিক্রম-ইন্দিরার জীবনে নতুন ঝড়! অমৃতা ও তাঁর সন্তান বিক্রম-ইন্দিরার সম্পর্কের মাঝে কি কাঁটা হয়ে দাঁড়াবে? নাকি স্বামীর অবৈধ সন্তানকে আপন করে নেবে ইন্দিরা? আগামিতে একগুচ্ছ নতুন টুইস্ট আসছে বাংলা মিডিয়াম-এ। ‘কৃষ্ণকলি’ জুটির ম্যাজিকে টিআরপি তালিকায় ঝড় তুলতে ব্যর্থ হয়েছে এই মেগা। সৃজন-পর্ণার হাতে টানা পরাজয়ের হাত থেকে বাংলা মিডিয়াম-কে বাঁচাতে টেন্ট সিনেমার নয়া তুরুপের তাস ইশা-আদির রসায়ন তা বলাই যায়।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports