বাংলা নিউজ > বায়োস্কোপ > Exclusive Serial Update: শনের নায়িকা হয়ে ফিরছেন স্টার জলসার এই জনপ্রিয় নায়িকা, বড় চমক লীনার
পরবর্তী খবর
লীনা গঙ্গোপাধ্যায়ের হাত ধরে স্টার জলসার পর্দায় ফিরছেন শন বন্দ্যোপাধ্যায়, এই খবর গত মাসেই জানিয়েছিলাম আমরা। এরপর ম্যাজিক মোমেন্টসের এই বিগ বাজেট প্রোজেক্ট নিয়ে সামনে এসেছে একের পর এক আপটেড। তবে কে হচ্ছেন শনের নায়িকা,তা নিয়ে ধোঁয়াশা কাটছিল না। কেউ বলছিলেন শনের নায়িকা হিসাবে দেখা যাবে প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ নায়িকা সোনামণি সাহাকে, আবার উঠে আসছিল অনুষ্কা গোস্বামীর নামও। অবশেষে সামনে এল হাতে গরম আপটেড। আরও পড়ুন-লীনা গঙ্গোপাধ্যায়ের হাত ধরে দু-বছর পর ছোট পর্দায় ফিরছেন ‘উজান’ শন, নায়িকা কে?