এদিন সকালে কচ্ছ পুলিশ গুলি চালানোর ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করে মুম্বই ক্রাইম ব্রাঞ্চের হাতে তুলে দেয়।
সলমনের সঙ্গে দেখা করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী
সলমনের বাড়ির সামনে গুলি চালানোর ঘটনায় মঙ্গলবার দুই বন্দুকবাজকে গ্রেফতার করেছে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ। দুই অভিযুক্তকে গুজরাটের ভুজ থেকে গ্রেফতার করা হয়। ধৃত ভিকি গুপ্তা (২৪) ও সাগর পাল (২১) বিহারের বাসিন্দা। আপাতত আদালতের নির্দেশে তাঁরা পুলিশ হেফাজতে রয়েছেন। এদিকে বন্দুকবাজরা গ্রেফতার হতেই সলমনের গ্যালাক্সি অ্যাপার্টেমন্টে পৌঁছেছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। তিনি ভাইজানকে বলেন, ‘আমি সলমনকে উদ্বিগ্ন না হওয়ার কথা বলেছি, সরকার ওঁর পাশে রয়েছে।’
এদিন ভাইজান ও তাঁর পরিবারের সঙ্গে দেখা করেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। সলমনের সঙ্গে কথা বলার পাশাপাশি শিন্ডের আশ্বাস মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বলেন, ‘পুলিশ কঠোর ব্যবস্থা নেবে যাতে অন্য কেউ এমন কাজ করার সাহস না পায়।’ পাশাপাশি মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বলেন, ‘আমি পুলিশ কমিশনারকে সলমন খান এবং তাঁর আত্মীয়দের পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করার জন্য বলেছি।’