বাংলা নিউজ > বায়োস্কোপ > অতি সংকটজনক দৃশ্যম খ্যাত পরিচালক নিশিকান্ত কামাত, রয়েছেন লাইফ সাপোর্টে
পরবর্তী খবর
দৃশ্যম খ্যাত পরিচালক নিশিকান্ত কামাতের অবস্থা অতি সঙ্কটজনক। রয়েছেন লাইফ সাপোর্টে,জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই চালাচ্ছেন তিনি, টুইট করে বললেন পরিচালকের 'লাই ভরি' অভিনেতা রীতেশ দেশমুখ। এর আগে জানা গিয়েছিল হায়দরাবাদের একটি বেসরকারি হাসপাতালে সোমবার সকালে মৃত্যু হয়েছে পরিচালকের। লিভার সিরোসিসের সমস্যায় বহুদিন ধরেই ভুগছিলেন নিশিকান্ত, অতীতের সেই সমস্যাই চাগাড় দিয়ে উঠায় গত কয়েকদিন ধরে ভর্তি রয়েছেন হাসপাতালে। ৫০ বছর বয়সী পরিচালক নিশিকান্ত কামাতের মৃত্যু সংবাদ নিশ্চিতও করেছিলেন দিল বেচারা পরিচারক তথা কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবরা, অভিনেত্রী রেণুকা সাহানেরা।