আয়ুষ্মান খুরানা এবং অনন্যা পাণ্ডে প্রকাশ্যে আনলেন তাঁদের পরবর্তী ছবি ‘ড্রিম গার্ল ২’-এর টিজার। যেখানে আয়ুষ্মান খুরানার চরিত্র পূজাকে 'ভাইজান'-এর সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে। ৭ জুলাই এই সিনেমার মুক্তি পাওয়ার কথা।ড্রিম গার্ল ২-এর টিজারে আয়ুষ্মান খুরানার চরিত্রটি ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি, যিনি নিজেকে 'ভাইজান' বলে পরিচিতি দিচ্ছেন, তাঁর সঙ্গে মজার, সেক্সি টোনে কথা বলতে। টিজারে আয়ুষ্মানের মুখ প্রকাশ না করলেও, দেখানো হয়েছে শরীরের নানা ঝলক। যে পরে রয়েছে লাল রঙের শিমারি শাড়ি। ফোনের অপরপ্রান্টের কণ্ঠস্বর সলমন খানের। রয়েছে সলমন খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির সেই বিখ্যাত ডায়লগ। যেখানে তিনি বলছেন, ‘ভাই মে দুসরো কে লিয়ে হু, তুমহারে লিয়ে সিরফ জান হু।’ (ভাই আমি অন্যদের জন্য, তোমার জন্য শুধুই জান)। সলমন পূজাকে প্রশ্ন করেন, ‘মুখ কবে দেখাবে?’ পূজা রাজি হয়ে যায় ভিডিয়ো কল করতে। কিন্তু তখনই চলে যায় কারেন্ট। আর পূজা সঙ্গে সঙ্গে বলে ওঠে, ‘এবার ইদের চাঁদ দেখে নাও। আমার মুখ ৭ জুলাই দেখো।’ এটি ড্রিম গার্ল ২-এর ৩ নম্বর টিজার। এর আগের টিজার দুটিতে রয়েছে পাঠান ও রকস্টার। আয়ুষ্মান এবারের ভিডিয়ো শেয়ার করে লিখলেন, ‘আপনি জান কে সাথ ইদি দেনে আয়ি হু @pooja___dreamgirl। স্বাগত নেহি করোগে হামারা!’ যার বাংলা করলে দাঁড়ায় ‘আমার জানের সঙ্গে ইদি দিতে এসেছি @pooja___dreamgirl।। আমাদের স্বাগত জানাবেন না!’অনন্যা-আয়ুষ্মান ছাড়াও এই ছবিতে রয়েছেন পরেশ রাওয়াল, রাজপাল যাদব, আসরানি, বিজয় রাজ, অনু কপূর, সীমা পহওয়া, মনোজ যোশী, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মনজোৎ সিংহ। পরিচালনায় রাজ শান্ডিল্য। প্রযোজক একতা কাপুর। নির্মাতাদের দাবি প্রথম পার্টের থেকেও বেশি হাসির খোরাক রয়েছে দ্বিতীয় পার্টে। প্রসঙ্গত, প্রথম পার্টে ছিলেন আয়ুষ্মানের সঙ্গে নুসরত ভারুচা।২০১২ সুজিত সরকারের ছবি 'ভিকি ডোনার'- এর মাধ্যমে বলিউডে পা রাখার পর থেকেই অন্য ধারার ছবি উপহার দিয়ে চলেছেন তিনি। শুভ মঙ্গল সাবধান, দম লাগাকে হাইসা, বাধাই হো-র মতো সিনেমা হয়েছে সুপার হিট। (এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক http://htipad.onelink.me/277p/p7me4aup)