বৈশালী মারা যাওয়ার পর মিডিয়ার তরফে বারবার দীপঙ্করের সঙ্গে যোগাযোগের চেষ্টা ব্যর্থ হয়। তিনি জানান, কথা বলার মতো অবস্থা নেই তাঁর। তবে অনুরাগীদের অনেকের মনেই প্রশ্ন, কেমন আছেন ৭৯ বছরের দীপঙ্কর দে এখন?
দীপঙ্করের শারীরিক ও মানসিক স্বাস্থ্য নিয়ে সম্প্রতি কথা বললেন দোলন দে। ২০২০ সালেই আইনি বিয়ে করেন তিনি ও দীপঙ্কর। এই সময়কে দোলন জানান, ‘মেয়েকে হারিয়ে স্বাভাবিকভাবেই খুব কষ্টে আছে। আমিও শ্যুটিং থেকে ছুটি পাচ্ছি না। আপাতত ও কাজ বন্ধ রেখেছে। বাড়িতেই আছে কটা দিন। ওকে দেখে কষ্ট হচ্ছে নিজেরই। সামনে দাবাড়ু-র শ্যুট শুরুর কথা। তাতে ভালো হবে। কাজের মধ্যে ডুবে থাকবে কটা দিন।’ আরও পড়ুন:হাতে শাঁখা-পলা! পুরোদস্তুর বাঙালি সাজ, বলিউডের দিব্যাকে নিয়ে কালীঘাটে যশ, ব্যাপার কী!