ছোটপর্দার জনপ্রিয় পরিচালকের পাশাপাশি তাঁর লেখার সুখ্যাতির ব্যাপারে অবগত টলিপাড়া। মূলত নিজের লেখার ওপর ভিত্তি করেই একের ওপর এক সুপারহিট বাংলা ধারাবাহিক সৃষ্টি করেছেন তিনি। তার মধ্যে বেশ কিছু ধারাবাহিকের হিন্দি এবং দক্ষিণী রিমেক পর্যন্ত হয়ে গেছে। এবং তা রমরমিয়ে চলছে। জানা গেছে এইমুহূর্তে সবথেকে বাংলা ধারাবাহিক 'খড়কুটো'-র হিন্দি রিমেকও তৈরি হচ্ছে তাঁর হাত ধরেই। প্রসঙ্গত, 'খড়কুটো'-র গল্প লেখার পাশাপাশি এই ধারাবাহিকের ক্রিয়েটিভ পরিচালকের শোনেও রয়েছেন লীনা।

তবে এবার তাঁর একেবারে নতুন লেখা এক গল্পের ওপর ভিত্তি করে শুরু হতে চলেছে হিন্দি ধারাবাহিক 'থোড়াসা বাদল থোড়াসা পানি'। পরিচালকের আসনে রয়েছেন লীনা গঙ্গোপাধ্যায়ের ছেলে অর্ক গঙ্গোপাধ্যায়। জানিয়ে রাখা ভালো এই ধারাবাহিক লেখিকার হোম প্রোডাকশন। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ধারাবাহিকটির ট্রেলার। সেই ভিডিও নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন পরিচালক স্বয়ং। সেই ভিডিও পোস্টের সঙ্গে অর্ক লিখেছেন সাধারণত তিনি নিজের কোনও কাজের বিশেষ প্রচার করেন না। সে পরিচালনাই হোক কিংবা প্রযোজনা। তবে এবারের ব্যাপারটা একটু আলাদা তাঁর কাছে। তাই নিজের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নিলেন তিনি।
ধারাবাহিকের সেই ট্রেলার থেকেই পরিষ্কার গল্পের কেন্দ্রীয় চরিত্র একজন সাধারণ মেয়ে। বিরাট এক হাসিখুশি যৌথ পরিবারের অন্যতম সমস্যা সে। তবে হঠাৎই পরিস্থিতির চাপে পড়ে কী করে সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠে, এই ধারাবাহিক বলবে সেই গল্প। প্রতিকূল পরিবেশে এক নারীর প্রকৃত ক্ষমতার উত্তরণের সাক্ষী থাকতে চলেছে 'থোড়াসা বাদল থোড়াসা পানি'। আগামী ২৩ অগস্ট থেকেই ছোটপর্দায় যাত্রা শুরু হবে এই ধারাবাহিকের।