আর মাত্র একটা দিন, না না আর মাত্র কয়েকটি ঘণ্টা বাকি বুমেরাং ছবিটি মুক্তি পাওয়ার। তার আগে বর্তমানে জমিয়ে প্রচার চালাচ্ছেন জিৎ এবং রুক্মিণী। আর সেই কারণেই দিদি নম্বর ওয়ানে এসেছিলেন 'নিশা', ওরফে রুক্মিণী। সেখানে এসে কোন গোপন তথ্য জানালেন অভিনেত্রী?
দিদি নম্বর ওয়ানে রুক্মিণী মৈত্র
এদিন দিদি নম্বর ওয়ানে বুমেরাং ছবির প্রচারের পাশাপাশি অতিথি হয়ে আসবেন রুক্মিণী মৈত্র। তার আগে চ্যানেলের তরফে সেই পর্বের একটি ঝলক প্রকাশ্যে আনা হয়েছে। সেখানেই দেখা গেল জীবনের গোপন তথ্য ফাঁস করছেন অভিনেত্রী।
আরও পড়ুন: 'অযোধ্যা সবসময় রাজার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে', ফৈজাবাদে BJP পরাজিত হতেই ক্ষোভ উগরালেন 'লক্ষ্মণ' সুনীল লহরী
আরও পড়ুন: ইনস্টাগ্রাম স্টার থেকে দাদাগিরি হয়ে কে প্রথম কাছে এসেছি, ছোট্ট মিহির অভিনয়ের হাতেখড়ি কীভাবে?
এদিন রুক্মিণী বলেন, 'যখন মা আমাকে বকত তখন এটা আমার হাসি ছিল।' বলে তিনি নিশার সেই আইকনিক হাসিটি হেসে শোনান। তারপরই বলেন, 'আর এই হাসিটা তোমার থেকে অনুপ্রাণিত।' রুক্মিণী এই কথা বলা মাত্রই রচনা হেসে ফেলেন তাঁর সেই চেনা হাসি। বাদ যান না রুক্মিণীও। এই বিষয়ে বলে রাখা ভালো, বুমেরাং ছবির ট্রেলার বেরোনোর পর থেকে ভাইরাল হয়েছে নিশা অর্থাৎ রুক্মিণী চরিত্রের হাসিটি।
দিদি নম্বর ওয়ান প্রসঙ্গে
দিদি নম্বর ওয়ান বাংলার অন্যতম পুরনো রিয়েলিটি শো। রচনা বন্দ্যোপাধ্যায় সঞ্চালিত এই শো প্রতি সোমবার থেকে শনিবার পর্যন্ত বিকেল পাঁচটা থেকে সম্প্রচারিত হয়। অন্যদিকে রবিবার রাত আটটা থেকে দেখা যায় এই শো।
বুমেরাং প্রসঙ্গ
বুমেরাং ছবিটি পরিচালনা করেছেন সৌভিক কুণ্ডু। মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন জিৎ এবং রুক্মিণী মৈত্র। অন্যান্য চরিত্রে থাকবেন খরাজ মুখোপাধ্যায়, রজতাভ দত্ত, দেবচন্দ্রিমা সিংহ রায়, অম্বরীশ ভট্টাচার্য প্রমুখ। এই ছবিটির প্রযোজনা করেছেন জিৎ, গোপাল মদনানি, অমিত জুমরানি। বুমেরাং ছবিটি রুক্মিণী মৈত্রকে দ্বৈত চরিত্রে দেখা যাবে। আগামীকাল মুক্তি পাচ্ছে ছবিটি।