
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
দিদি নম্বর ওয়ানে এদিন মায়েদের সঙ্গে নিয়ে খেলতে এসেছিলেন টলিউডের জনপ্রিয় অভিনেতারা। এসেছিলেন হানি বাফনা, রাজা ঘোষ, ইন্দ্রনীল চট্টোপাধ্যায় প্রমুখ। সানডে ধামাকা এপিসোডে এদিন খেলতে এসে কথা ওঠে ইন্দ্রনীল এবং শ্রীমার সম্পর্ক নিয়ে। সেই বিষয়ে কী জানালেন অভিনেতার মা?
দিদি নম্বর ওয়ানে এদিন মাকে নিয়ে খেলতে এসেছিলেন ইন্দ্রনীল চট্টোপাধ্যায়। তখনই সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায় অভিনেতার মাকে জিজ্ঞেস করেন অভিনেতার সম্পর্ক নিয়ে। এই প্রশ্ন বা প্রসঙ্গ উঠতেই ইন্দ্রনীলের মা জানান, 'মেয়েটা ভীষণই ভালো। যেমন সুন্দর দেখতে, তেমনই ভালো গুণ। আমাদের সবার তো খুবই পছন্দ হয়েছে।' এরপর তিনি আবারও বলেন, 'আমি তো আমাদের সমস্ত আত্মীয়দের সঙ্গে ওর আলাপ করিয়ে দিয়েছি যাতে ইন্দ্রনীল আর কিছু না করতে পারে।'
আরও পড়ুন: মায়ের শত অনুরোধ উপরোধেও বিয়েতে নারাজ হানি! শর্ত দিয়ে বললেন, 'যদি মেয়েটি...'
এরপর ইন্দ্রনীলের মা জানান তাঁর ছেলে সারাক্ষণ হয় কাজ নইলে জিম নইলে ফোন নিয়েই ব্যস্ত থাকেন। তাই তিনি চান এবার দ্রুত ঘরে বউমা এনে তার ঘাড়ে সমস্ত দায়িত্ব তুলে দিতে। যদিও সেই প্রসঙ্গে রচনা জানান, 'দেখবেন তখন না আবার আপনাকে ওদের দুজনের টিফিন প্যাক করে দিতে হয়!' সঞ্চালিকা কথায় সকলে হেসে ফেলেন।
এদিন হানি বাফনার মা সুরজ বাফনা জানান তাঁর ছেলের বিষয়ে তাঁর কোনও অভিযোগ নেই। কেবল সে বিয়ে করতে চায় না। কারণ জিজ্ঞেস করলে অভিনেতা জানান 'আমি এখনও স্ট্রাগল করছি।' এরপর রচনা বন্দ্যোপাধ্যায় জানান তিনিও এখনও স্ট্রাগল করছেন। এটা বিয়ে না করার কোনও কারণ নয়। দিদির বোঝানোয় বিয়েতে রাজি হন হানি। তবে জানান তিনি তাঁর স্ত্রী হিসেবে শ্যামবর্ণ কোনও মেয়েকে চান। এটাই তাঁর পছন্দ। ছেলের কথা শুনে সুরজ বাফনা জানান, 'দিদি আপনার নম্বরটা দেবেন, বাড়ি গিয়ে বিয়ের জন্য বেঁকে বসলে আপনাকে জানাব।' এটা শুনেই সকলে হেসে ফেলেন।
আরও পড়ুন: 'ওঁদের দেখেই তো...' শাহরুখ-প্রীতিকে ফের একসঙ্গে দেখতে চান ভক্তরা! দাবি মেনে 'বীর জারা' জুটির নতুন ছবি আসবে কি?
দিদি নম্বর ওয়ান বাংলার অন্যতম পুরনো রিয়েলিটি শো। রচনা বন্দ্যোপাধ্যায় সঞ্চালিত এই শো প্রতি সোমবার থেকে শনিবার পর্যন্ত বিকেল পাঁচটা থেকে সম্প্রচারিত হয়। অন্যদিকে রবিবার রাত আটটা থেকে দেখা যায় এই শো।
৳7,777 IPL 2025 Sports Bonus