২০২৪ সালের শুরুতে বলিউড সবথেকে দীর্ঘ ওয়েডিং দেখেছে। আমির খান কন্যা ইরা খানের বিয়ে। ৩ জানুয়ারি রেজিস্ট্রি বিয়ে৷ তারপরে গত ১০ জানুয়ারি উদয়পুরে সামাজিক নিয়ম-নীতি মেনে বিয়ে। অবশেষে ১৩ জানুয়ারি মুম্বইয়ের জিও সেন্টারে মেয়ে ইরার বিয়ে উপলক্ষে গ্র্যান্ড রিসেপশন পার্টি রেখেছিলেন আমির খান। আর মেয়ের বিয়েতে গোটা বলিউডকে আমন্ত্রণ জানিয়েছেন মিস্টার পারফেক্টশনিস্ট।
আমির কন্যা ইরার বিয়ের রিসেপশনে হাজির হয়েছেন বলিউডের প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্র। স্যুট-বুট পরে সেজেগুজে খেতে এসেছেন আমির-কন্যার রিসেপশন। সেখানেই এক মজার কাণ্ড ঘটিয়ে বসেছেন অভিনেতা। ভেন্যুকে প্রবেশ করেই সোজা হেঁটে ছবি তোলার জন্য প্রেস-মিডিয়ার সামনে গিয়ে হাজির হন তিনি। এ দিন সেদিক দেখার কোনও বালাই নেই। ক্যামেরার সামনে দাঁড়িয়ে পোজ দেন, ছবি তোলেন, সকলের উদ্দেশ্যে চুমুও ছোঁড়েন। আরও পড়ুন: ৭ মাস ধরে তৈরি, পিওর সিল্কের লাল লেহেঙ্গায় রিসেপশনের সাজে বিশেষ চমক ইরার
ও দিকে দুই হাসান-কন্যা শ্রুতি এবং অক্ষরা পোজ দিচ্ছিলেন কার্পেটে। তাঁদের ছবি তোলার মাঝেই ঢুকে পড়েন ধর্মেন্দ্র। দাঁড়িয়ে পড়েন নিজের ছবি তুলতে। সামনে সিনিয়র অভিনেতাকে দেখে অবশ্য নিজেদের ভদ্রতার পরিচয় দিতে ভোলেননি শ্রুতি এবং অক্ষরা। সম্মান জানাতে সাদরে কার্পেট ছেড়ে সরে আসেন দুজনে। ধর্মেন্দ্রর জন্য ছেড়ে দেন ফ্রেম। দুই বোনের আচরণে মুগ্ধ নেটদুনিয়া। ভিডিয়ো দেখে প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।