তিনি বলিউডের ফিল্মি দুনিয়ার কিংবদন্তি। একসময় ছিলেন জনপ্রিয়তার শীর্ষে, তবে এই প্রবীণ বয়সে এসেও তাঁকে নিয়ে অনুরাগীদের আগ্রহ কিছু কম নেই। তিনি ধর্মেন্দ্র। বর্তমানে তিনি ৯০ ছুঁই ছুঁই, বয়স তাঁপ ৮৯। তবে এই বয়সে এসেও তিনি ফিট থাকতে নিয়মিত করেন শরীর চর্চা। আবার ফিজিওথেরাপিও নেন। আর এই সবকিছুই তিনি করছেন চিকিৎসকদের পরামর্শ মেনে।
অতি সম্প্রতি জিমে গিয়ে শরীরচর্চার ভিডিয়ো পোস্ট করেছিলেন ধর্মেন্দ্র। আর এবার ফিজিওথেরাপি সেশনের ভিডিয়ো পোস্ট করলেন বর্ষীয়ান অভিনেতা। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে ধর্মেন্দ্রর পায়ের সঙ্গে জানালা থেকে লম্বা একটা ফিতে পায়ের সঙ্গে বেঁধে ব্য়ায়াম করাতে দেখা যাচ্ছে ট্রেনারকে। আর অভিনেতা বেডে শুয়ে শুয়ে ট্রেনারের নির্দেশ মতো সেগুলি করছেন।
এই ভিডিয়োটি পোস্ট করে ধর্মেন্দ্র ক্যাপশনে লিখেছেন, ‘বন্ধুরা, তোমাদের শুভকামনা এবং তাঁর (ঈশ্বরের) আশীর্বাদে আমি ফিট এবং সুস্থ থাকার জন্য কঠোর পরিশ্রম করছি। যোগব্যায়াম, ব্যায়াম এবং এখন ফিজিওথেরাপি। আমি আমার ফিজিওথেরাপিস্ট প্রিয় অমিত কোহলির প্রতি কৃতজ্ঞ। তোমাদের সকলের জন্যও ভালোবাসি, সাবধান থেকো।’
আরও পড়ুন-‘জাট’ নিয়ে আইনি বিপাকে, সানি দেওল, রণদীপ হুদা সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে দায়ের হল FIR
ধর্মেন্দ্রর এই পোস্টের কমেন্ট সেকশনে লাল হদয় ইমোজি দিয়েছেন তাঁর দুই সন্তান ববি দেওল এবং এষা দেওল। তাঁর আরও বেশ কয়েকজন ইন্ডাস্ট্রি সহকর্মীও পোস্টটিতে কমেন্ট করেছেন এবং বর্ষীয়ান অভিনেতার প্রতি তাঁদের ভালোবাসা প্রকাশ করেছেন।
প্রসঙ্গত, অতি সম্প্রতি ৮৯ বছরের ধর্মেন্দ্রকে চোখে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় মুম্বইয়ের একটি হাসপাতাল থেকে একাই গাড়িতে উঠে বাড়ি ফিরতে দেখা যায়। সেসময় তাঁর স্ত্রী স্ত্রী এবং সন্তানদের কেউ ছিলেন না। আর সেই ভিডিয়ো উঠে আসতেই অনেকেই প্রশ্ন করতে শুরু করেন, এই বয়সে কেন তাঁর সঙ্গে অস্ত্রোপচারের পর কেউ ছিলেন না?
তবে ধর্মেন্দ্র তখনই পাপারাৎজির ক্যামেরার সামনে জানিয়েছিলেন, ‘অভি ভি বোহুত দম হ্যায়, বহুত জান রাখতা হুঁ... মেরে আঁখ মে গ্রাফ্ট হুয়া হ্যায়। তো আতা হুন, হ্যাঁ (এখনও আমি যথেষ্ট শক্তপোক্ত! নিজের কাজ নিজে করতে পারি।... আমার চোখে অস্ত্রপচার হয়েছে। আমি ঠিক চলে যাব, কোনও অসুবিধা নেই)?’
পরে এবিষয়ে সানি দেওল এক অনুষ্ঠানে বলেন, ‘পাপা একদম ঠিক হ্যায়। ছানি কা অপারেশন থা, ছোটা সা থা, এইসা কুছ নেহি’ (বাবা একেবারে ভালো আছেন। তার একটি ছোট ছানি অস্ত্রোপচার হয়েছে। চিন্তার কিছু নেই)।"