কেন্দ্রের এনডিএ সরকারের জনবিরোধী সব সিদ্ধান্তের জন্য দেশের সাধারণ মানুষ এখন স্বাস্থ্যক্ষেত্রেও সংকটের মুখে দাঁড়িয়ে রয়েছে। স্বাস্থ্যক্ষেত্রে এবং বিমায় জিএসটি কার্যকর করেছে কেন্দ্রীয় সরকার। তার জেরে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। এই কারণে সাধারণ মানুষকে এই বাড়তি চাপ থেকে মুক্তি দিতে ‘সেবাশ্রয়’ কর্মসূচি করা হয়েছে। আর সেই কর্মসূচি চলছেই। এবার কেন্দ্রের সরকারকে কাঠগড়ায় তুলে নিজের এক্স হ্যান্ডেলে বার্তা দিলেন ডায়মন্ডহারবারের সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: বিধায়করা এবার থেকে কত টাকা পাবেন চশমার বিল বাবদ? অঙ্ক বেঁধে দিল বিধানসভা
এদিকে ডায়মন্ডহারবারে সেবাশ্রয় কর্মসূচির সঙ্গে তুলনা টেনে কেন্দ্রীয় সরকারকে একহাত নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই সেবাশ্রয় কর্মসূচি বেশ জনপ্রিয় হয়েছে। বিপুল পরিমাণ মানুষ চিকিৎসা পেয়েছেন। বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা থেকে শুরু করে ভিন রাজ্যে পাঠিয়েও চিকিৎসা করানো হয়েছে এখানে। বিনামূল্যে ওষুধ পেয়েছেন মানুষজন। এমনকী ছানি অপারেশনও হয়েছে বিনামূল্যে। তাই এক্স হ্যান্ডেলে অভিষেক লিখেছেন, ‘৭০ শতাংশ ভারতীয় দারিদ্র্যের কবলে পড়েছে চিকিৎসা বিল মেটাতে গিয়ে। ত্রাণ দেওয়ার বদলে জনবিরোধী এনডিএ সরকার স্বাস্থ্য ও জীবন বিমার উপর জিএসটি আরোপ করেছে। এমনকী ৯০০টিরও বেশি প্রয়োজনীয় জীবনদায়ী ওষুধের দাম বাড়িয়েছে।’
অন্যদিকে ওষুধের দাম বাড়িয়ে মানুষকে আরও সংকটের মুখে ফেলে দিয়েছে বলে দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর কেন্দ্রের এই অবিবেচক সিদ্ধান্তের বিরুদ্ধে গর্জে উঠেছেন তিনি। তাই ‘সেবাশ্রয়’ কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ। এক্স হ্যান্ডেলে অভিষেকের বক্তব্য, ‘কিন্তু ডায়মন্ডহারবারে, আমাদের প্রতিশ্রুতি সময়সীমা বা শিরোনাম দ্বারা নির্ধারিত হয় না। ‘সেবাশ্রয়’ আনুষ্ঠানিকভাবে শেষ হতে পারে। কিন্তু আমাদের সংকল্প এখনও শেষ হয়নি। আমাদের সংকল্প মানুষকে পরিষেবা দিয়ে যাওয়া। সেই কাজ অবিরত চলছে। এদিনও ১৮ জন ব্যক্তি জীবন রক্ষাকারী ওষুধ পেয়েছেন।’
আরও পড়ুন: ‘গরুর দুধ থেকে সোনা’ খুঁজে পাওয়া দিলীপের বিয়েতে স্বস্তি মায়ের, মেনুতে কি থাকছে?
এছাড়া প্রকৃত সেবা করে যেতে চান বলে দাবি করেছেন অভিষেক। এই কর্মসূচির মধ্যে দিয়ে ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের সমস্ত বিধানসভা এলাকায় চিকিৎসা পরিষেবা দেওয়া হয়েছে। যা নিয়ে খুশি জনগণ। এই কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘প্রকৃত সেবার মেয়াদ শেষ হওয়ার তারিখ থাকে না। কারণ নির্বাচনের মরশুমে আসা পরিযায়ী রাজনীতিবিদদের মতো হাওয়ায় কথা ভাসাই না। আমরা তখনও উপস্থিত হই যখন আমাদের লাভের কিছুই থাকে না—জনগণের ভালবাসা এবং বিশ্বাস ছাড়া। আমরা সর্বদাই মানুষের পাশে থাকি।’