বিদেশের মাটিতে বাংলা গানে তুমুল নাচ অভিনেত্রী দেবলীনা কুমারের। কালো ক্রপ টপ এবং টইট ফিট প্যান্ট পরে ‘রঙ্গবতী’ গানে নেচে ঝড় তুললেন নেটমাধ্যমে। কাঁধে ছিল স্লিং ব্যাগ। আর মাথার উপর ছিল রোদচশমা। এই মুহূর্তে স্টার জলসার ‘সাহেবের চিঠি’ ধারাবাহিকে খলনায়িকার ভূমিকায় অভিনয় করছেন দেবলীনা।
শুধু একজন অভিনেত্রীই নয়, দক্ষ নৃত্যশিল্পী হিসাবে ইন্ডাস্ট্রিতে পরিচয় রয়েছেন দেবলীনার। ‘গোত্র’, ‘হামি’, ‘মহালয়া’, ‘প্রাক্তন’, ‘একটি বাঙ্গালী এলিয়েনের গল্প’র মতো একাধিক ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। সঙ্গে বেশ কিছু ডান্স রিয়েলিটি শোয়ের অংশও হয়েছেন। আরও পড়ুন: ক্যাটরিনা, মালাইকার বাড়ি সাজিয়েছেন গৌরী! আসছেন নতুন শো নিয়ে, প্রশংসা শাহরুখের
ক্ল্যাসিক্যাল নাচের তালিম নেওয়া এই শিল্পী কিন্তু বলিউড গানে নাচতেও পিছপা হন না। নিউ ইয়র্কের রাস্তায় বাংলার জনপ্রিয় গান ‘রঙ্গবতী’ গানে দুর্দান্ত নাচলেন দেবলীনা। বিদেশের মাটিতে বাংলা গানে তার নাচ দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। ক্যাপশনে লেখা, 'প্রিয় শহরে প্রিয় গানে নাচ।' আরও পড়ুন: মালবিকা, সুস্মিতা থেকে ক্যাটরিনা: স্টকারদের জ্বালায় অতিষ্ঠ হয়েছিলেন এই নায়িকারা