ব্যোমকেশ দেব এখন ভারতের বিভিন্ন প্রান্তে রহস্য খুঁজে বেড়াচ্ছেন! কিছুদিন আগেই পর্দার হবু বাঘাযতীন ঘোষণা করেছিলেন তিনি থুড়ি তাঁরা সকলে ব্যোমকেশ ও দুর্গ রহস্য ছবিটির দ্বিতীয় শিডিউলের শুটিং শেষ হয়েছে। কয়েকদিন যেতে না যেতেই ফের আপডেট দিলেন চ্যাম্প। জানালেন এই ছবির তৃতীয় শিডিউলের কাজ শুরু হল।শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা দুর্গ রহস্য কাহিনির উপর ভিত্তি করে বিরসা দাশগুপ্তর পরিচালনায় তৈরি হচ্ছে ব্যোমকেশ ও দুর্গ রহস্য। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারের তরফে এই ছবির প্রযোজনা করা হচ্ছে। নাম ভূমিকায় থাকবেন দেব এই প্রথমবার ব্যোমকেশের চরিত্রে দেখা যাবে দেবকে। তাঁর সঙ্গে সত্যবতী হয়ে ধরা দেবেন রুক্মিণী মৈত্র। অজিত হিসেবে দেখা যাবে অম্বরীশ ভট্টাচার্যকে।দেব বুধবার একটি ছবি পোস্ট করেন ইনস্টাগ্রামে। সেখানে তাঁকে একটি চেয়ারে পিছন ফিরে বসে থাকতে দেখা যাচ্ছে একটি জঙ্গলের মধ্যে। সামনে রুক্ষ পাথুরে জমি আর জঙ্গল। সাদা কালো এই ছবি পোস্ট করে তিনি লেখেন, 'হ্যালো ঝাড়খণ্ড। ব্যোমকেশ ও দুর্গ রহস্যর তৃতীয় শিডিউলের কাজ শুরু হল আজ থেকে।'এই ছবির প্রথম শিডিউলের শুটিং হয় খোদ কলকাতায়। এরপর তাঁরা সদলবলে যান মধ্য প্রদেশে। সেখানে শুটিং শেষ করেছেন মাত্র কদিন আগেই। এবার তাঁরা পৌঁছে গেছেন ঝাড়খণ্ডে। এখানেই হবে পরবর্তী শুটিং। অভিনেতার আপডেট দেখেই বোঝা যাচ্ছে এই গরমের মধ্যেও তাঁরা সকলেই বেশ দ্রুত গতিতে কাজ করে চলেছেন। কিছুদিন আগে অভিনেতা মধ্য প্রদেশের শুটিং শেষ করে লেখেন, 'ব্যোমকেশ ও দুর্গ রহস্যের শিডিউল নম্বর ২ -এর শুটিং শেষ হল। মধ্য প্রদেশে চলছিল এটার শুটিং। ভীষণ গরম ছিল, খুব কঠিন হয়েছিল আমাদের এখানে কাজ করা। কিন্তু তবুও ভীষণ ভালো লেগেছে। একেবারে অদেখা কিছু ভিজ্যুয়ালের জন্য তৈরি হয়ে যান। শিডিউল নম্বর ৩ -এর শুটিং শুরু করতে চলেছি আমরা এবার। আমাদের জন্য প্রার্থনা করবেন।'আগামীতে দেবকে বাঘাযতীনের চরিত্রেও দেখা যাবে। ইতিমধ্যেই তিনি সেই ছবির শুটিং শেষ করেছেন।