বাংলা নিউজ > বায়োস্কোপ > Dev-Bagha Jatin: 'স্বাস্থ্য' বলতে দুবার হোঁচট খেলেন দেব, তবুও বললেন 'আমার বাংলা নিয়ে কোনও কথা নয় হ্যাঁ'!
পরবর্তী খবর
Dev-Bagha Jatin: 'স্বাস্থ্য' বলতে দুবার হোঁচট খেলেন দেব, তবুও বললেন 'আমার বাংলা নিয়ে কোনও কথা নয় হ্যাঁ'!
1 মিনিটে পড়ুন Updated: 01 Oct 2023, 08:36 AM ISTSubhasmita Kanji
Dev-Bagha Jatin: বর্তমানে জমিয়ে বাঘা যতীন ছবির প্রচার চালাচ্ছেন দেব অ্যান্ড টিম। তাঁদের নতুন গান বাঘা বাঘা হের প্রচারে এক শব্দ বলতে গিয়ে দুবার হোঁচট খেলেন, অপ্রস্তুত না হয়ে কী উত্তর দিলেন তিনি?
নিজেই নিজেকে ট্রোল করলেন দেব, কেন?
ব্যোমকেশের পর এবার বাঘা যতীন হয়ে পর্দায় অবতীর্ণ হওয়ার পালা। তার আগে জমিয়ে প্রচার সারছেন দেব অ্যান্ড টিম। সদ্যই মুক্তি পেল তাঁদের ছবির নতুন গান। আর সেই গানের বিষয়ে প্রচার করতে গিয়েই একটা ছোট্ট ভুল করেন তিনি। কিন্তু না, দেব মোটেই অপ্রস্তুত হননি, বরং ভীষণ স্পোর্টিংলি নিজেকে নিয়ে নিজেই মজা করে ফেললেন।
বাঘা যতীনের নতুন গানের প্রচার
৩০ সেপ্টেম্বর মুক্তি পেল আসন্ন ছবি বাঘা যতীনের গান বাঘা বাঘা হে। এই গানটি এই ছবির টিম ঠিক করেছিল বাঘা যতীন বয়েজ স্কুলে সেখানকার শিশুদের সামনে মুক্তি পাবে। পরিকল্পনা সব তৈরি থাকলেও বিধি বাম। নিম্নচাপের জেরে গতকাল সকাল থেকেই চলেছে অবিরাম বৃষ্টি। শিশুদের স্বাস্থ্যের কথা ভেবে সেই পরিকল্পনা বাতিল করেন দেব।
এদিন তিনি তাঁর গোটা টিমকে নিয়ে লাইভ আসেন। আর সেখানেই তিনি বলেন, 'আজ আমাদের ইভেন্ট ছিল, আমরা সব তৈরি হয়ে এসছিলাম। কিন্তু আমরা খুবই দুঃখিত যে সেটা ক্যানসেল করতে হল। যদিও স্কুলের টিচাররা বারবার বলছিলেন যে বাবা মায়েরা, বাচ্চারা চাইছেন যে এটা হোক। ওঁরা অপেক্ষা করছেন। বৃষ্টিতে অসুবিধা হবে না। কিন্তু ইভেন্ট তো হতেই থাকবে, আমার ছবিও আসবে।' এরপর তিনি স্বাস্থ্য বলতে গিয়ে হোঁচট খান। তখন তিনি দ্রুত বলে ওঠেন, 'কিন্তু ওদের শরীর সাস..সাসত্য… আমার বাংলা নিয়ে কোনও কথা নয় হ্যাঁ! বাচ্চাগুলোর স্বাস্থ্যটা আগে।'