Khadaan: বড়দিনের ঠিক মুখেই বড় পর্দায় মুক্তি পেয়েছে দেব অভিনীত ছবি খাদান। আর প্রথম থেকেই বক্স অফিস দাপিয়ে বলে বেরিয়েছে যা যা বলে দে তোর বাপ এসেছে। মুক্তির মাস পেরোনোর আগেই বক্স অফিসে ১৫ কোটির গণ্ডি টপকে গিয়েছে এই ছবি। এবার বিদেশের মাটিতে উড়ে যাচ্ছে দেবের ছবি।