Deepika Padukone annual income: ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের অন্যতম দীপিকা পাড়ুকোন। স্টকগ্রোর একটি টুইট অনুসারে, প্রতি বছর ৪০ কোটি টাকারও বেশি আয় করেন অভিনেত্রী। ছবি পিছু করে চার্জ করেন ১৫ কোটি টাকা। ব্র্যান্ড অনুমোদনের জন্য ৭-১০ কোটি টাকা নেন।
বছরে কত টাকা আয় করেন দীপিকা জানেন?
২০০৭ সালে ‘ওম শান্তি ওম’ ছবি দিয়ে বলিউডে ডেবিউ করেছিলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। তার আগে বেশ কয়েকটি দক্ষিণী ছবিতে কাজ করেছেন। ২০১৮ সালে অভিনেতা রণবীর সিংয়ের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন কোঙ্কনা সুন্দরী। বিয়ের পর থেকে দীপিকার কেরিয়ার যেন উর্ধ্ব গগনে।
ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের অন্যতম দীপিকা। সঞ্জয় লীলা বনশালির ‘পদ্মাবত’ ছবির জন্য ১৩ কোটি টাকা চার্জ করেছিলেন অভিনেত্রী। ছবিতে দীপিকার সহ-পুরুষ অভিনেতারা মাত্র ১০ কোটি টাকা করে পারিশ্রমিক নিয়েছিলেন। ভারতীয় সিনেমার অভিনেত্রী হিসেবে তিনিই প্রথম পুুরুষ সহ-অভিনেতাদের থেকে বেশি পারিশ্রমিক পেয়েছেন।
দীপিকা পাড়ুকোনের আয়
ট্রেডিং এবং ইনভেস্টমেন্ট কোম্পানি স্টকগ্রোর একটি টুইট অনুসারে, অভিনেত্রী প্রতি বছর ৪০ কোটি টাকারও বেশি আয় করেন। ২০১৮ সাল থেকে ‘পাঠান’ অভিনেত্রী তাঁর পারিশ্রমিকও বাড়িয়েছেন। পাডুকোন ছবি পিছু ১৫ কোটি টাকা করে চার্জ করেন। ব্র্যান্ড অনুমোদনের জন্য ৭-১০ কোটি টাকা নেন। প্রতি সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য চার্জ করেন ১.৫ কোটি টাকা (ইনস্টাগ্রাম, টুইটার)।