পুজো প্রায় এসেই গেল। চারদিকে এখন সাজো সাজো রব। অনেকে তো এখনই ঠাকুর দেখতে বেরিয়ে গেছেন। এবার দুগ্গা আসার সঙ্গে সঙ্গে বিশেষ কোন পরিকল্পনা করলেন অভিনেত্রী দেবলীনা দত্ত। কীভাবে কাটাবেন পুজোর এই কটা দিন?
পুজোর প্ল্যান কী জিজ্ঞেস করতেই HT বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে দেবলীনা জানান, 'ষষ্ঠী পর্যন্ত পুজো পরিক্রমা আছে। উদ্বোধন আছে। তারপরই প্রতি বছরের মতো এবারও বাইরে চলে যাচ্ছি।' কোথায়, কার সঙ্গে জিজ্ঞেস করতেই জানালেন, 'কোথায় যাচ্ছি সেটা গোপন থাক। তবে যাচ্ছি মায়ের সঙ্গে, আর পুজোর রেশ থাকতে থাকতেই ফিরে আসব। অন্যান্যবার অনেকদিনের ট্রিপে যাই, এবার ছোট ট্রিপে যাচ্ছি।'
তার মানে নিশ্চয় পুজোর শপিং হয়নি? 'না, না, সেটা হয়েছে।' ছোটবেলার পুজোর কোন জিনিসটা সব থেকে বেশি মিস করেন দেবলীনা? জানালেন, 'পাড়ার পুজো। সেই পুজোয় অংশ নেওয়া, পাড়ার অনুষ্ঠানের জন্য ছোটদের নাচ শেখানো, রিহার্সাল দেওয়া, এই হইহইটা মিস করি খুব।'
আরও পড়ুন: 'চ্যালেঞ্জিং চরিত্র পেয়েছি, কিন্তু তবুও…' দেবলীনার দীর্ঘ কেরিয়ারে হাতে গোনা কয়েকটি লিড রোল, কেন?
আরও পড়ুন: ‘এক আকাশের নিচে’র জুটি এবার বড় পর্দায়! 'ভানু' শাশ্বতর স্ত্রীর হয়ে ধরা দেবেন দেবলীনা