বাংলা নিউজ > বায়োস্কোপ > Dawshom Awbotaar Trailer:ঈশ্বরের নামে সিরিয়াল কিলিং, ফিরতে হল প্রবীর-বিজয়কে, ট্রেলারেই প্রত্যাশা জাগাল সৃজিতের দশম অবতার
পরবর্তী খবর
Dawshom Awbotaar Trailer:ঈশ্বরের নামে সিরিয়াল কিলিং, ফিরতে হল প্রবীর-বিজয়কে, ট্রেলারেই প্রত্যাশা জাগাল সৃজিতের দশম অবতার
1 মিনিটে পড়ুন Updated: 24 Sep 2023, 11:47 AM ISTSubhasmita Kanji
Dawshom Awbotaar Trailer: মুক্তি পেয়ে গেল দশম অবতারের ট্রেলার। প্রবীর রায়চৌধুরীর প্রাককথন থেকে ঈশ্বরের নামে একটার পর একটা খুন, রুদ্ধশ্বাস ট্রেলারে উঠে এল গল্পের নানা ভাঁজ।
শহরের বুকে ঘটে গিয়েছে একটার পর একটা খুন। আর তিনটি খুনেই রয়েছে একই প্যাটার্ন। আর এই তিনটি খুনের পরও সিরিয়াল কিলারকে ধরতে পারে না কলকাতা পুলিশ। কোনও ক্লুই নেই তাঁদের কাছে খুনিকে নিয়ে। এমন সময় এই কেসের দায়ভার এসে পড়ে প্রবীর রায়চৌধুরীর উপর। তাঁর সঙ্গী হন ইন্সপেক্টর পোদ্দার। এরপর বইয়ের পাতার মতো একটার পর একটা ঘটনা প্রবাহ উঠে আসতে থাকে টানটান তিন মিনিট ১৪ সেকেন্ডের ট্রেলারে। বন্দুকের গুলি থেকে খাঁড়া, মৃত্যু থেকে ধাওয়া করা, রহস্য থেকে মুখোশ কী নেই ট্রেলারে! যেটা নেই সেটা হল কলকাতা পুলিশের কাছে সিরিয়াল কিলারের খোঁজ!
একজন মহিলা সেই খবর বয়ে আনল। বিষ্ণুর দশম অবতার মনে করছেন এক ব্যক্তি নিজেকে। পৃথিবীর জঞ্জাল সরাতে কয়েকদিনের জন্যই নাকি তিনি পৃথিবীতে এসেছেন। সেই এই খুনগুলি করছেন বলে দাবি করেন মহিলা। শুরু হয় তদন্ত। কিন্তু সত্যিই সেই ব্যক্তিই খুনি তো, নাকি... থেকে গেল রহস্য।
২০১১ -এর পর ২০২৩, আবারও প্রবীর রায়চৌধুরী হয়ে ফিরলেন প্রসেনজিৎ। পাল্টায়নি এতটুকু মেজাজ, চলন বলন। ‘বাবু নয়, স্যার’ তিনি সেটা আবারও মনে করালেন এই ছবিতে। তবে প্রাককথনে অদ্ভুত ভাবে প্রবীর রায়চৌধুরী ‘ডাল ভাতে’ অরুচি দেখা গেল! রোজকার খাবারের বদলে বিরিয়ানি চেয়ে খাচ্ছেন! আর তাঁর সঙ্গী ইন্সপেক্টর পোদ্দারের মধ্যে দেখা মিলল ‘খোকা’র ছায়ার। সে আবার চিকেন চাউমিন চিলি ফিশেই স্বচ্ছন্দ দ্বিতীয় পুরুষের খোকার মতো।