
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
মন খারাপ দাদাগিরি ভক্তদের! শেষ হচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায় সঞ্চালিত গেম শো। দুম করেই যবনিকা পতন, এই সপ্তাহ শেষেই সম্প্রচারিত হবে দাদাগিরি সিজন ১০-এর গ্র্যান্ড ফিনালে। ফাইনালে ঠিক কী কী হবে তা নিয়েই এখন চর্চা চারদিকে। এরমধ্যেই সামনে এল দাদাগিরি সিজন ১০ গ্র্যান্ড ফিনালের প্রথম প্রোমো। আরও পড়ুন-আর দেখা যাবে না দাদাগিরি, শেষ হল সৌরভের সঞ্চালনার সফর! কবে গ্র্যান্ড ফিনালে, জানুন তারিখ
দাদাগিরি অসম্পূর্ণ ডোনা গঙ্গোপাধ্যায় ছাড়া! সশরীরে হাজির না থাকলেও সৌরভ কিংবা প্রতিযোগিদের সৌজন্যে প্রত্যেক এপিসোডে ডোনাকে নিয়ে দু-চার কথা হবেই। তাই শো-এর গ্র্যান্ড ফিনালেতে ডোনা না থাকলে হয়? সিজন ৯-এর অন্তিম পর্বে সৌরভ-ডোনার রোম্যান্টিক ডুয়েট দেখে মন ভরেছিল সক্কলের। এবারও দাদাগিরির মঞ্চে থাকছে ডোনার নাচ। এবং সৌরভ ঘরণী একা নন, তাঁর সঙ্গে দিতে পৌঁছাবে দীক্ষামঞ্জরি। হ্যাঁ, নাচের স্কুলের ছাত্রছাত্রীদের নিয়েই দাদাগিরির মঞ্চ মাতাবেন ডোনা।
ডোনা প্রথিতযশা ওডিসি নৃত্যশিল্পী, দাদাগিরির মঞ্চে ডোনার ওডিসি পারফরম্যান্স দেখতে মুখিয়ে সকলে। এদিন সৌরভের দেখা মিলল কালো রঙা বন্ধগলা স্যুটে। ধোনির হেলিকপ্টার শট এদিন ব্যাট হাতে নকল করতে দেখা গেল দাদাকে।
রবিবার সন্ধ্যা সাড়ে সাতটা (৭.৩০টা) থেকে সম্প্রচার শুরু হবে দাদাগিরি গ্র্যান্ড ফিনালের। অর্থাৎ নির্ধারিত সময়ের চেয়ে ২ ঘন্টা আগে। দশম সিজনের ফাইনাল রাউন্ডে মুখোমুখি লড়াইয় ছয় জেলা। ট্রফির লক্ষ্যে নামছে, দক্ষিণ চব্বিশ পরগণা, হুগলি, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান,বীরভূম। ছয় জেলার মধ্যে ঠাঁই পায়নি কলকাতা। হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে দিয়ে কার হাতে উঠবে ট্রফি? সেই চাপা উত্তেজনায় ভুগছে সকলে।
গত মঙ্গলবার অর্থাৎ দু-দিন আগেই দাদাগিরির গ্র্যান্ড ফিনালের শ্যুটিং সেরেছেন সৌরভ। আইপিএলের ব্যস্ততার জেরে দিল্লিতে দাদাগিরির গত দুই এপিসোডের শ্যুটিং সেরেছিলেন মহারাজ। ফিনালের শ্যুটিং অবশ্য কলকাতাতেই হয়েছে। সঞ্চালক সৌরভের দক্ষতা নিয়ে পরিচালক অভিজিৎ সেন জানান, 'এত বছর ধরে উনি দাদাগিরির একজন গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন। সৌরভ গঙ্গোপাধ্যায় সকলকে নিয়ে চলতে জানেন, সকলকে ভালোবাসেন। সবসময় আমাদের সবাইকে উনি উদ্বুদ্ধ করেন। প্রতিযোগিদের সঙ্গে খুব সহজে উনি মিশে যেতে পারেন। শ্যুটিং শুরুর আগে নিজে যেচে সবার সঙ্গে আলাপ করেন, একদম দাদার মতোই উনি মিশে যান। খুব মিশুকে মানুষ, খুব ভালো মানুষ। খুব প্রাণোচ্ছ্বল ভাবে মিশে গিয়ে উনি কাজটা করেন'।
দাদাগিরি শেষ হলেই শুরু হবে সারেগামাপা লেজেন্ডস। ২৮ এপ্রিল জি বাংলার তরফ থেকে সারেগামাপা লেজেন্ডস শোয়ের প্রোমো প্রকাশ্যে আনা হয়। এবারে সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্যকে। অভিজিৎ ভট্টাচার্য, জাভেদ আলি, রাঘব চট্টোপাধ্যায়, ইমন চক্রবর্তী, শ্রীকান্ত আচার্য, মনোময় ভট্টাচার্য, সুরজিৎ, সিধু, হৈমন্তী শুক্লা, জোজোর মতো শিল্পীরা থাকছেন। সঙ্গে সারেগামাপা-র মঞ্চ মাতানো শিল্পীদের দেখা মিলবে এই শো-তে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports