বাংলা নিউজ > বায়োস্কোপ > Chris Martin: ঝরঝরে হিন্দি বলে মুম্বইবাসীকে চমকে দিলেন, ভারতে শো করতে এসে ক্রিস মার্টিনের মুখেও 'জয় শ্রীরাম' ধ্বনি
পরবর্তী খবর
Chris Martin: ঝরঝরে হিন্দি বলে মুম্বইবাসীকে চমকে দিলেন, ভারতে শো করতে এসে ক্রিস মার্টিনের মুখেও 'জয় শ্রীরাম' ধ্বনি
1 মিনিটে পড়ুন Updated: 19 Jan 2025, 06:40 AM ISTRanita Goswami
ক্রিস মার্টিন তাঁদের মিউজিক অফ দ্য স্ফিয়ারস ট্যুরের কোল্ডপ্লের প্রথম কনসার্টে হিন্দিতে কথা বলে মুম্বইয়ের অনুরাগীদের মুগ্ধ করলেন। শোনা গেল ‘জয় শ্রীরাম ধ্বনি’।
ক্রিস মার্টিন
ভারতীয়দের মন কীভাবে জয় করতে হয়, তা বেশ ভালো করেই জানেন ক্রিস মার্টিন। ক্রিসের ব্যান্ড কোল্ডপ্লের মিউজিক অফ দ্য স্ফিয়ারস ওয়ার্ল্ড ট্যুরের প্রথম রাতে হিন্দি বলে মুম্বইবাসীকে চমকে দিলেন মার্কিন গায়ক। আবার তাঁর মুখে শোনা গেল 'জয় শ্রীরাম' ধ্বনি। প্রসঙ্গত মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে শনিবার থেকে সোমবার পর্যন্ত পরপর তিনটি অনুষ্ঠানের মধ্যে এই কনসার্টটি অনুষ্ঠিত হবে।
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি ভিডিওতে সকলকে অবাক দর্শকদের সামনে দিব্যি হিন্দি বলতে দেখা যাচ্ছে ক্রিস মার্টিনকে। তিনি বলেন, ‘শুভ সন্ধ্যা সবাইকে। আপ সবকা বহত সোয়াগত হ্যায়। মুম্বই মে আকর হমে বহত খুশি হো রহি হ্যায় (সবাইকে স্বাগত। মুম্বইয়ে আসতে পেরে আমরা খুব খুশি।) তাঁকে বলতে শোনা যায়. ভারতে এটাই আমাদের প্রথম রিয়েল শো। তাই আপনাদের ধন্যবাদ, নমস্কার।) তাঁকে হিন্দিতে কথা বলতে শুনে উল্লাসে ফেটে পড়েন উপস্থিত দর্শক-শ্রোতারা।
দেখুন সেই ভিডিও…
নেটিজেনদেরও ক্রিস মার্টিনের এই কথাবার্তা, পরিবেশনা বেশ পছন্দই হয়েছে। একজন লিখেছেন, ‘ওকে দেখে মনে হচ্ছে রাত দুটোর সময় আমরা আড্ডা দিতে বসেছি।’ আরও একজন লেখেন, ‘আর মুম্বই মে আপকো দেখ কর হামে বহোত খুশি হো রহি হ্যায় (আর মুম্বইতে আপনাকে দেখে আমরাও খুব খুশি হয়েছি।’ এমনই এই ভিডিয়ো ঘিরে বিভিন্ন মন্তব্য উঠে এসেছে।
আরও একটা ভিডিয়োতে দর্শক-শ্রোতাদের সামনে 'জয় শ্রীরাম' ধ্বনিও শোনা গেল ক্রিস মার্টিনের মুখে। যা শুনে চমকে উঠেছেন অনেকেই।