স্তন ক্যানসারে আক্রান্ত ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ছবি মিত্তল। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজের অসুস্থতার খবর জানিয়েছেন তিনি। হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে ছবি জানিয়েছিলেন, ‘আমি একাধিক পরীক্ষা, এমআরআই করেছি। বায়োপসি করার পরামর্শ দেওয়া হয়েছিল। প্রায় ২০ দিন ধরে এসব চলছে। সবচেয়ে খারাপের জন্য নিজেকে প্রস্তুত করছি।’
আজ অর্থাৎ সোমবার অভিনেত্রীর স্তন ক্যানসারের অস্ত্রোপচার হয়। তার আগে হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেত্রী। অস্ত্রোপচারের আগে অভিনেত্রীকে শান্ত মেজাজে থাকতে বলেছেন চিকিৎসক। তাই নিজের মনকে শান্ত রাখতে, হাসপাতালের রুমেই ক্যামেরা চালু করে খানিক নেচে নিলেন অভিনেত্রী। মানসিক ভাবে অভিনেত্রী কতটা শক্ত, তার এই ভিডিয়ো দেখেই বোঝা যাচ্ছে।
যখন অভিনেত্রী এই নাচের ভিডিয়ো করছিলেন, সেই সময় ছবির স্বামী তাঁকে লক্ষ্য করছিলেন। এরপরই নিজের নাচ বন্ধ করে ক্যামেরা নিজের স্বামীর দিকে ঘুরিয়ে দেন ছবি। এরপরে, ছাবির স্বামী মোহিত হুসেন খুব মজার ছলে অভিনেত্রীর তার মিমিক্রি করে দেখালেন। আরও পড়ুন: 'বায়োপসির আগে আঝোরে কেঁদেছি, রাতভর ঘুমাইনি', স্তন ক্যানসারে আক্রান্ত ছবি মিত্তল