তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসায় এখন অনেকেই মজার মিম বানাচ্ছেন কাঞ্চন মল্লিককে নিয়ে। এবার সেই ঢেউয়ে গা ভাসালেন বং গাই কিরণ দত্ত ওরফে বং গাই। কাঞ্চন মল্লিকের সঙ্গে একটি সেলফি শেয়ার করে নিলেন তিনি। আর ক্যাপশনে লিখলেন, ‘বুম্বাদা আর শ্রাবন্তীর সাথে কাঞ্চান দার মিল কোথায় বলো তো! ওহ সরি কাঞ্চনদার টাইটেল তো মল্লিক’। ছবিতে দেখা গেল, একেবারে কাঞ্চন ঘাড়ে চেপে বসেছেন বং গাইয়ের।
এই পোস্টের কমেন্ট সেকশনে গিয়েও মজার মজার মন্তব্য করলেন তিনি। সঙ্গে দিয়েছেন বং গাইয়ের প্রেমিকা, উইটিউবার আলু দ্য ফ্রেঞ্চ ফ্রাই ওরফে অন্তরা। কিরণ একটি মন্তব্যে লিখেছেন, ‘না করলে একবার ও করবো না, করলে তিনটের কম করবো না ভাই ঠিক করে নিয়েছি। অন্তরা দেখার আগে এটা ডিলিট করে দেব’।
আরও পড়ুন: ‘আমিরের পছন্দ তো…’! একটু টলল পা, মণীশের বাড়ির বাইরে ফতিমা সানা শেখের অবাক কাণ্ড
আবার অন্তরা লিখলেন, ‘এই লোকটাকে সেদিন বাড়িতে চা বানিয়ে খাইয়েছিলাম। আর আজ চা খেতে খেতে তারই লাফিয়ে লাফিয়ে নিজের বিয়ের ভোজ খাওয়া দেখছি।’ তাতে আবার কিরণের উত্তর, ‘এই একটা মেয়ে এসেছিল সেদিন সঙ্গে। সেই কি শ্রীময়ী?’
কিরণের এক ভক্ত আবার মন্তব্য করেছেন, ‘৩ বার করলে ৩ বারই যেন নিমন্ত্রণ পাই। আর মেনুতে বিরিয়ানি থাকা চাই।’ যদিও কিরণ জানিয়ে রাখলেন, তাঁর বাড়িতে এসেছিলেন কাঞ্চন একবার একটি শুটে।
আরও পড়ুন: গ্রেগ চ্যাপেলের চাপেও ভাঙেননি সৌরভ! দাদাগিরিতে অবসাদ নিয়ে নেহা আমনদীপকে বললেন, ‘তুমিই একমাত্র নও…’
কাজের অভিজ্ঞতা কেমন? বং গাই বললেন, ‘বেশ হাসিখুশী আর আমার ডিরেকশনে খুব ভালোভাবে শুট করেছিলো। খিল্লি করছি তাই ভাবলাম এই দিকটাও বলে রাখি।’
২ মার্চ সামাজিক বিয়ে করেন কাঞ্চন মল্লিক আর শ্রীময়ী চট্টোরাজ। এর আগে ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে-র দিন তাঁরা সই-সাবুদ করে বিয়েটা করেন। বয়সে ৫৩ কাঞ্চনের ৩ নম্বর বার বিয়ের পিঁড়িতে বসা নিয়ে নানান ট্রোল সোশ্যালে। এমনকী কেউ কেউ তো মস্করা করে বলছেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, অনুপম রায়, কাঞ্চন মল্লিকের মধ্যে টক্কর চলছে কে আগে ‘চারে পা’ দেবেন!
আরও পড়ুন: প্রাক্তন পিয়াকে নিয়ে পরমব্রত লাল পলাশের দেশে, সপ্তাহান্ত কীভাবে কাটালেন অনুপম?
তবে বিয়ে নয়, কাঞ্চন মল্লিকের উপর একটা বড় অংশ বিরক্ত ৬ মার্চ তাঁর রিসেপশনের দিন একটি বোর্ডে লেখা কয়েকটা কথাতে। যেখানে দেখা গিয়েছিল, মিডিয়া, গাড়ির চালক ও ব্যক্তিগত নিরাপত্তারক্ষীর প্রবেশ নিষেধ। যাতে নেটিজেনদের দাবি, সমাজের বড় একটা অংশকে অপমান করেছেন নব দম্পতি।
যদিও কাঞ্চন-শ্রীময়ী হিন্দুস্তান টাইমস বাংলার কাছে দাবি করেছিলেন, অনেকেই এই তিন ভুয়ো পরিচয় দিয়ে ঢুকতে পারে বিয়েতে। তাই তাঁরা সাবধান করেছিলেন আয়োজকদের। কিন্তু এরকম কোনও কথা যে ছাপিয়ে দেওয়া হবে, তা জানতেন না তাঁরাও।