
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
‘জব উই মেট’ মুক্তির এতগুলো বছর পরেও, দর্শকদের কাছে অন্যতম বলিউড আইকন হয়ে রয়ে গিয়েছে। শাহিদ কাপুর ও করিনা কাপুরের জুটি টক অফ দ্য টাউন হয়ে ওঠে জব উই মেট দিয়েই। এখনও এই ছবির এক-একটি দৃশ্য একইভাবে মনে গেঁথে রয়েছে দর্শকদের। তবে আপনি কি জানেন, এই ছবিতে কাজ করার কথা ছিল ববি দেওলের? কিন্তু পরে তিনি বাদ যান।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ববি জানান, ‘সেই সময় যখন অভয় দেওলের ছবি 'সোচা না থা' নিয়ে ইমতিয়াজ কাজ করছিলেন, তখন আমি ইমতিয়াজকে বলেছিলাম আমার জন্য একটি ছবি লিখতে। তিনি আমার জন্য ছবি লিখেছিলেন। আমি অনেক পরিশ্রম করেছিলাম। সকের সঙ্গে যোগাযোগ করেছিলাম। ’
ববি ইন্সট্যান্ট বলিউডকে দেওয়া এক সাক্ষাৎকারে আরও বলেন, ‘আমি একজন প্রযোজকের সঙ্গেও যোগাযোগ করেছিলাম। তাঁর সঙ্গে কথা বলেছিলাম। তিনি ছবি প্রযোজনা করতে রাজি হয়েছিলেন। আমিই তাঁকে বলেছিলাম ইমতিয়াজকে সুযোগ দিতে। তিনি আমার কথামতো ইমতিয়াজকে নিয়েছিলেন এবং তারপর আমাকে বলেছিলেন যে এই ছবিতে আমরা করিনাকে চাই।’
ববি আরও জানান যে, তিনি একজনের মাধ্যমে করিনা কাপুর খান-এর সঙ্গেও কথা বলেছিলেন, কিন্তু তিনি এই ছবির অফার প্রত্যাখ্যান করেছিলেন। তারপর প্রীতি জিন্টা-এর সঙ্গে কথা বলা হয়, কিন্তু তিনিও এই প্রজেক্ট প্রত্যাখ্যান করেছিলেন।
ববি এরপর জানান যে, ‘সব কিছু হওয়ার পর, আমাকে হঠাৎই এই ছবি থেকে বাদ দেওয়া হয়। আমার জায়গায় ইমতিয়াজ করিনা এবং শাহিদ কাপুরকে নিয়ে ছবিটি তৈরি করেন। সেই ছবির নাম ছিল জব উই মেট।’ ববি নিজের কথার শেষে জুড়ে দেন, এই ঘটনা তাঁর উপর খুব বাজে ছাপ ফেলেছিল। তিনি রীতিমতো অবসাদে চলে যান।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports