
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
শেষদিনেও চর্চায় Bigg Boss 17। সলমনের এই শোয়ের গ্র্যান্ড ফিনালেতেও বড় অঘটন ঘটেছে। জন্মদিনে অনুরাগীদের কাছে সেরা উপহারটা পান মুনাওয়ার ফারুকি। সকলকে চমকে দিয়ে জয়ীর মুকুট মাথায় পরেন মুনাওয়ার। এবারও ফের একবার রিয়ালিটি শো জেতার ট্র্যাক রেকর্ড বজায় রাখলেন এই কমেডিয়ান। কঙ্গনা সঞ্চালিত ‘লক আপ’-এর পর এবার সলমনের ‘বিগ বস’ জয়ী মুনাওয়ার।
এদিকে মুনাওয়ার ফারুকি বিগ বস ১৭ জেতার পরই বিতর্ক দানা বেঁধেছে। অনেকেরই দাবি, মুনাওয়ারের এই জয় আগে থেকেই ঠিক (ফিক্সড) ছিল। বহু লোকজনই এই মুনাওয়ারকে 'ফিক্সড উইনার' বলে কটাক্ষ করেছেন। এবিষয়ে Bigg Boss-17 বিজেতার বক্তব্য় তিনি মানুষের 'ধারণা' পরিবর্তন করতে চান, যদিও তাঁদের মতামত তিনি পরিবর্তন করতে পারবেন না।
মুনাওয়ার ফারুকি বলেন, 'বন্ধুরা, যদি সত্যিই সবকিছু আগে থেক ঠিক করা থাকত, তাহলে শোয়ে আমায় এতকিছুর মধ্যে দিয়ে, এত scrutiny-র মধ্যে দিয়ে যেতে হত না। আমি যদি সত্য়িই ফিক্সড উইনার হতাম তাহলে আমায় সবকিছু একটা থালার মধ্য সাজিয়ে গুছিয়ে দেওয়া হত। বিগ বসের এই পুরো মরসুমের দিকে চোখ রাখলেই দেখতে পাবেন যে আমায় কিছুই থালায় সাজিয়ে দেওয়া হয়নি। আমি কঠোর পরিশ্রম করেছি। যাঁরা আমাকে ফিক্সড উইনার বলছেন, তাঁদের উদ্দেশ্যে আমি বলব, ‘বসে বসে পুরো মরশুমটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে কী ঘটেছে।’
তিনি আরও বলেন, 'আমি এতকিছু বলার পরেও লোকজনের ধারণা বদলে যাবে, এমনটা নয়। যখন কারোর একটা শক্তিশালী ফ্যানবেস আছে এবং আপনি এই জাতীয় রিয়েলিটি শো করেন এবং অনেক ঝুঁকির মধ্যে দিয়ে যান, তখন আপনি অল্প কয়েকটি জিনিসই হারাতে পারেন। জিততে হলে নিজের সেরাটা দিতে হবে। আমার তো মনে হয় আমি মানুষের ভালবাসার কারণে জিতেছি। আর যাঁরা আমাকে 'ফিক্সড' বিজয়ী বলছেন, আমি তো তাঁদের মতামত বদলাতে পারি না। হয়তো বিগ বস-এ যাওয়ার আগে আমি এই ধারণা বদলাতে চাইতাম, তবে আর সেটা পারব না।'
এদিকে মুনাওয়ারের এই জয়ের পরই টুইটারে ট্রেন্ডিং অভিনেতা অভিষেক কুমার, যিনি কিনা প্রথম রানার আপ ছিলেন। কিছু বিগ বস দর্শকের দাবি, মুনাওয়ারের থেকে অভিষেক ট্রফি জয়ের বেশি যোগ্য ছিলেন। যদিও বেশকিছু রিপোর্ট বলছে, মুনাওয়ার অনেক ভোটের ব্যবধানে এই ট্রফি জিতেছেন। বিগ বস ১৭-তে অভিনেত্রী মান্নারা চোপড়া তৃতীয় এবং অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে চতুর্থ স্থানে দখল করেন। এছাড়া সেরা পাঁচে ছিলেন ইউটিউবার অরুণ মহাশেঠি।
জয়ের পর মুনাওয়ার Bigg Boss 17-র ট্রফি, ছাড়াও একটা নতুন গাড়ি ৫০ লক্ষ টাকা নগদ পুরস্কার পেয়েছেন। প্রসঙ্গত ২০২২ সালে লকআপ সিজন ১ এর পরে মুনাওয়ারের এনিয়ে দ্বিতীয়বারের মতো কোনও রিয়েলিটি শো জিতেছেন। রবিবার বিগ বস ১৭-র গ্র্যান্ড ফিনালেতে অভিনেতা-সঞ্চালক সলমন খান বিজেতা হিসাবে মুনাওয়ারে নাম ঘোষণা করেন। এরপর বিজয়ী মুনাওয়ারকে জড়িয়েও ধরেন অভিষেক। এই জয় ঘোষণার পর অভিষেককে সলমনের পা ছুঁতেও দেখা যায়।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports