২০০৫ সালে ববি দেওল পরিচালিত 'বরসাত' ছবিতে অভিনয় করেন ববি দেওল, প্রিয়াঙ্কা চোপড়া ও বিপাশা বসু। ছবির পরিচালনা করেন সুনীল দর্শন। যদিও প্রথমে ববি দেওল নয়, এই ছবির অফার এসেছিল অক্ষয় কুমারের কাছে। এমনকী, রাজি হওয়ার পরেও, সেই ছবির কাজ ফিরিয়ে দেন অক্ষয় কুমার। এমনকী, সেই ছবির সংগীত ও রোমান্টিক গানগুলিও প্রিয়াঙ্কা চোপড়া এবং অক্ষয় কুমার মিলে শ্যুট করেছিলেন।
যদিও পরে হঠাৎ করেই সেই ছবি ছেড়ে দেন অক্ষয় কুমার। সে সময় প্রিয়াঙ্কা চোপড়া ও অক্ষয় কুমারের প্রেমের সম্পর্ক নিয়ে আলোচনাও তীব্র ছিল। পরিচালক সুনীল দর্শন এবার এ নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন। তিনি মুখ খোলেন যে, অক্ষয় তাঁকে ছবিটি ছাড়ার কারণ হিসেবে কী যুক্তি দিয়েছিল।
ভিকি লালওয়ানির সঙ্গে একান্ত কথোপকথনে চলচ্চিত্র নির্মাতা সুনীল দর্শন বলেন, ‘আন্দাজের পরপরই বরসতের পরিকল্পনা করা হয়েছিল। প্রথমে অক্ষয় কুমারের ডেট ছিল না। তিনি বলেন, ছবিটি পিছিয়ে দিতে হবে। এতে রাজি হয়ে যান প্রজোযকরা।’
সুনীল দর্শন জানান, ছবির সংগীত ও রোমান্টিক গানের শুটিংও করে ফেলেছিলেন প্রিয়াঙ্কা ও অক্ষয়। এরপরই আন্তর্জাতিক শোয়ের জন্য বিদেশে পাড়ি জমান প্রিয়াঙ্কা চোপড়া। তিনি তিন মাসের জন্য দেশের বাইরে ছিলেন, যার ফলে সিনেমাটির কাজ আরও বিলম্বিত হয়েছিল। সুনীল জানান, প্রিয়াঙ্কা ফিরে আসার পর অক্ষয় কুমারের কাছ থেকে ফোন আসে।
‘অক্ষয় ফোনে জানান, 'কিছু সমস্যা রয়েছে যা নিয়ন্ত্রণের বাইরে এবং আমার ব্যক্তিগত জীবনকে প্রভাবিত করছে।' সেই সময় অক্ষয় কুমার ও প্রিয়াঙ্কা চোপড়ার প্রেমের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়।’ যদিও এই গুজবের কারণে অক্ষয় ছবিটি ছেড়ে দিয়েছেন কি না তা সুনীল দর্শন নিশ্চিত করেননি।