ফের বিনোদন জগতে করোনার থাবা। এবার কোভিডে আক্রান্ত হলেন বাহুবলীর পরিচালত এস এস রাজামৌলী। তাঁর পরিবারের লোকজনও এই ভাইরাসে আক্রান্ত। তবে খুব একটা পরিস্থিতি সঙ্গীন নয়। তাই আপাতত হোম কোয়ারেন্টাইনেই থাকবেন রাজামৌলী। বুধবার টুইটারে এই কথা জানান প্রখ্যাত পরিচালক। রাজামৌলী জানান যে কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন তিনি ও তাঁর পরিবারের সদস্যরা। এখন অবশ্য জ্বর কমেছে। কিন্তু সেই সময় করা কোভিড টেস্টের ফলাফল এসেছে। তাতে দেখা যাচ্ছে শরীরে আছে করোনা। কিন্তু যেহেতু তেমন কোনও লক্ষণ নেই, চিকিৎসক পরামর্শ দিয়েছেন বাড়িতে কোয়ারেন্টাইন করার বলেই জানান রাজামৌলী। সেই অনুযায়ী আপাতত হাসপাতালে ভর্তি হননি তিনি। তিনি বলেন যে যাবতীয় বিধিনিষেধ ও সতর্কতা অবলম্বন করছেন তাঁরা। খুব দ্রুত সুস্থ হবেন, এই নিয়ে আত্মবিশ্বাসী এই প্রখ্যাত নির্দেশক। এমনকী সুস্থ হওয়ার পর শরীরে অ্যান্টিবডি তৈরী হলে তিনি যে প্লাজমাও দান করবেন, এই প্রতিশ্রুতিও দিয়েছেন রাজামৌলী। অনেক গুরুতর অসুস্থ করোনা রোগী সেরে উঠেছেন সুস্থ হওয়া ব্যাক্তিদের প্লাজমা পেয়ে। করোনা হওয়ার ঠিক আগে আরআরআর বলে একটি ছবির শুটিং করছিলেন রাজামৌলী। তামিল, তেলেগু ও হিন্দি, তিনটি ভাষায় তৈরী হচ্ছে এই ছবি। আছেন জুনিয়র এনটিআর, রাম চরণ, অজয় দেবগন ও আলিয়া ভাট। দুই স্বাধীনতা সংগ্রামীর জীবনগাথা হল আরআরআর। ৪০০ কোটি টাকা বাজেটের এই ছবি মুক্তি পাওয়ার কথা আগামী বছরের ৮ জানুয়ারি। ছবির ৭৫ শতাংশ শুটিং শেষ। বাকিটা হবে হায়দরাবাদে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে। তারমধ্যেই করোনায় আক্রান্ত হলেন রাজামৌলী।