নেটফ্লিক্সের ‘ফ্রাইডে নাইট প্ল্যান’-এ শেষ দেখা গিয়েছে ইরফান খানের পুত্র বাবিল খানকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে বাবিলকে কথা বলতে শোনা গেল ইরফানের তত্বাবধানে বেড়ে ওঠা নিয়ে। বাবার কাছ থেকে জীবনদর্শনের যে পাঠ তিনি পেয়েছেন সে বিষয়েও কথা বললেন বলিউডের এই তরুণ অভিনেতা। সঙ্গে ফাঁস করলেন, অভিনেয়ের পাঠ সে অর্থে ইরফান তাঁকে না দিয়ে গেলেও, সবসময় উৎসাহ দিতেন ক্লাসিক ছবি দেখতে। যদিও তাঁর ইচ্ছে হত ধুমের মতো বলিউড ছবি দেখার।
রেডিও নশা-কে সাক্ষাৎকারে বাবিল বলেন, ‘আমার মা-বাবা দুজনেই শিল্পী। তাই সিনেমার জগতেই আমার বেড়ে ওঠা। বার্গম্যান, তারকোভস্কি বাড়িতে চলত। আমার মনে আছে আমি ধুম দেখব, বাবা তারকোভস্কি দেখাবেন। আমি এই পরিবেশে বড় হয়েছি।’
‘কালা’ ছবির মধ্যে দিয়ে বলিউডে ডেবিউ করেন বাবিল খান। বাবিল জানান, তিনি কখনোই বাড়িতে অভিনয় নিয়ে আলোচনা করেননি। বাবিলের মতে, ‘তিনি আমাকে কখনোই ক্যামেরার সামনে যাওয়ার পরামর্শ দেননি। তিনি আমাকে অভিনয়ের টিপসও দেননি। আমাদের বাড়িতে কখনও অভিনয় নিয়ে আলোচনাও হত না সেভাবে। তবে তিনি আমাকে জীবনদর্শন সম্পর্কে অনেক কিছু শিখিয়েছেন, যা এখন আমাকে সাহায্য করছে অভিনয় শিখতে। বাবা যদি আমাকে জীবনবোধ সম্পর্কে শিক্ষে না দিত, তাহলে আমার এভাবে অভিনয় শেখা হত না। তিনি আমাকে জীবনের মাধ্যমে অভিনয় সম্পর্কে শিখিয়ে গিয়েছেন।’
২০২০ সালের ২৯ এপ্রিল না ফেরার দেশে চলে যান ইরফান। ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর একা রেখে যান সুতপা আর বাবিলকে। সেভাবে স্ত্রী বা পুত্রকে লাইমলাইটে আনেননি কখনোই। বাবার তৃতীয় মৃত্যুবার্ষিকীতে চলতি বছরে সামাজিক মাধ্যমে মনের আগল খুলেছিলেন ইরফান-পুত্র। লিখেছিলেন, ‘বাবা চলে গেল, আমি প্রথমে বিশ্বাস করতে পারছিলাম না। এক সপ্তাহ যাওয়ার পর ধাক্কাটা প্রথম এসে লাগল বুকে। মনে হল আমি শেষ হয়ে যাচ্ছি। নিজের ঘরেই নিজেকে বন্দি করে ফেললাম টানা দেড় মাস।’ বাবিল লেখেন, এরপর তিনি নিজেকে বোঝান বাবা শ্যুটিংয়ের কাজে বাইরে গিয়েছে। কিন্তু সেই প্রতীক্ষা আর শেষ হয় না। বাবিলের কথায়, ‘এটা একটা অনির্দিষ্ট শুটিং শিডিউল। বাবা আর ফিরবে না। বুঝলাম, আমি আমার সেরা বন্ধুকে হারিয়েছি।’
কাজের সূত্রে এরপর বাবিলকে দেখা যাবে ‘যশরাজ ফিল্মস’-এর ওয়েব সিরিজ় ‘দ্য রেলওয়ে মেন’-এ। ১৯৮৪ সালের ভোপাল গ্যাস দুর্ঘটনার উপর ভিত্তি করে তৈরি হবে এই ওয়েব সিরিজ। পরিচালনার দায়িত্বে রয়েছেন শিব রাওয়াইল।