২০১৮ সালে প্রথমবার তাহিরা কাশ্যপের স্তন ক্যানসার ধরা পড়ে। তিনি কেমো নেওয়ার পর ইনস্টাগ্রামে তার কামানো মাথার ছবিও পোস্ট করেছিলেন। বেশ কয়েক বছর ক্যানসারের সঙ্গে লড়াই করেছিলেন আয়ুষ্মান খুরানার স্ত্রী। তারপর এক সময় অনুরাগীদের সঙ্গে তাঁর সুস্থ হয়ে যাওয়ার সুখবর ভাগ করে নেন। মাঝে সবটা ভালোই ছিল। ছবি পরিচালনার কাজ নিয়েই ব্যস্ত ছিলেন তিনি। কিন্তু খবর ফের নতুন করে স্তন ক্যানসারে আক্রান্ত হয়েছে তাহিরা। সোমবার ইনস্টাগ্রামে তিনি নিজেই একটি পোস্ট করে এই কথা সকলকে জানিয়েছেন।
তিনি একটি পোস্ট শেয়ার করে লেখেন, 'সাত বছরের নিয়মিত স্ক্রিনিংয়ের পর আমি পরবর্তীতে বুঝতে পারি নিয়মিত ম্যামোগ্রাম করানোর প্রয়োজন। আমি সকলকে এই একই পরামর্শ দিতে চাই। আমার জন্য দ্বিতীয় রাউন্ড... এখনও আমার মধ্যে আছে।'
আরও পড়ুন: রুক্মিণীর ‘বিনোদিনী' দেখলেন প্রাক্তন রাজ্যপাল ধনখড় ও তাঁর স্ত্রী! আবেগে ভাসলেন দেব-বান্ধবী
তাহিরা পোস্টটির ক্যাপশনে লেখেন, ‘যখন জীবন তোমাকে লেবু দেবে, তখন লেবুর সরবত তৈরি করো। আসলে জীবন যখন উদার হয়ে তোমার দিকে কিছু ছুঁড়ে দেয় তখন তাড়াহুড়ো না করে, শান্ত ভাবে সেই লেবুর রস তোমার প্রিয় কালা খাট্টা সরবতে দাও। তারপর খুশি হয়ে তাতে চুমুক দাও। কারণ প্রথমবার যদি তুমি ভালো ভাবে কিছু গ্রহণ করতে পারো, তবে দ্বিতীয়বার তুমি জানো যে তুমি আবারও তোমার সেরাটা দিতে পারবে।' তারপর বেশ কিছু হ্যাশট্যাগ দিয়ে তিনি লেখেন, '#নিয়মিত স্ক্রিনিং #ম্যামোগ্রাম #স্তনক্যান্সার #একবারেরও। আজ বিশ্ব স্বাস্থ্য দিবস। আসুন আমরা নিজেদের যত্ন নেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করি।'
আরও পড়ুন: বিছানায় তুলেছিলেন ঝড়! কপিলের সঙ্গে কিস কিসকো প্যায়ার করু ২ করছেন এই বাঙালি নায়িকা?
পোস্টটির প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন হয়ে পড়েন তাঁর ভক্তরা, তবে অনেকে তাঁর মতো করেই তাঁকে মন জোর দিয়েছেন। একজন লেখেন, ‘ঈশ্বর কেবল তাঁর সন্তানদের নানা সমস্যার মধ্যে রেখে পরীক্ষা নেন, তিনি জানেন আমরা জয়ী হব।’ একজন মন্তব্য করেন, ‘তোমার পথে এত ভালোবাসা এবং শক্তি পাঠাচ্ছি।’ আর এক নেটিজেন মন্তব্য করেন, ‘তুমি সিংহী এবং জানি এই জয়ের কথাও জানাবে!!!!’ একজন ভক্ত লিখেছেন, ‘দৃঢ় থাকো, তুমি সাহসী। তুমি আবারও সাফল্য পাবে। উজ্জ্বল সাফল্যের সঙ্গে জিতবে।’ অন্য একজন ভক্ত মন্তব্য করেন, ‘তোমার জন্য প্রার্থনা করি। তুমি সবচেয়ে শক্তিশালী। তুমি মহান অনুপ্রেরণা।’
কাজের সূত্রে, তাহিরা ‘শর্মাজি কি বেটি’ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। তাঁর এই ছবিতে অভিনয় করেছিলেন সাক্ষী তানওয়ার, দিব্যা দত্ত, সাইয়ামি খের, বংশিকা তাপারিয়া, আরিস্তা মেহতা, শারিব হাশমি এবং পারভিন দাবাস। গত বছরের ২৮ জুন অ্যামাজন প্রাইম ভিডিয়োতে মুক্তি পেয়েছিল ছবিটি।