
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
এক হাসিতেই তাঁর প্রেমে পড়েছিল আসমুদ্রহিমাচল। নয়ের দশকে দর্শক-মনে হিল্লোল তুলেছেন অভিনেত্রী আয়েশা ঝুলকা। বলিউড দর্শকদের দিয়েছেন একের পর এক সফল ছবি।
ইন্ডাস্ট্রিতে তিন দশক কাটিয়ে ফেলেছেন আয়েশা। 'খিলাড়ি', 'জো জিতা ওহি সিকন্দর'-এর মতো সফল ছবি রয়েছে তাঁর ঝুলিতে। কাঙ্ক্ষিত সাফল্য পেলেও ধীরে ধীরে বলিউড থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি। ২০১৮ সালে 'জিনিয়াস' নামে একটি ছবিতে শেষ দেখা যায় তাঁকে। চার বছর পর ওয়েব সিরিজের হাত ধরে নতুন অধ্যায় শুরু করছেন আমির-অক্ষয়দের নায়িকা। আরও পড়ুন: বন্ধুর বিয়েতে হৃতিক-সাবা কী পরলেন? সবাই বলছেন প্রেমের রঙে রাঙানো পোশাক
নয়ের দশকের এই অভিনেত্রী সদ্য পা রাখছেন ওটিটি-তে। ২২ সেপ্টেম্বর অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ছবি 'হাশ হাশ'।
এক সময় মুম্বইয়ের জুহু সৈকতে তাঁর শ্যুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন আয়েশা। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘আমি জুহু সৈকতে প্রচুর গান এবং দৃশ্যের শ্যুটিং করেছি। প্রচুর বকাঝকা খেয়েছি আমি, কারণ লুকিয়ে আড্ডা দিতাম। আমার পরিচালক এবং তাঁর সহকারীরা আমাকে খুঁজতেন! আমাকে চাট খেতে দেখতো, আমি একটু সময় পেলেই ঘুরে বেড়াতাম। আমি আউটডোর শ্যুটিং উপভোগ করতাম। মধ্য দ্বীপে অনেক বাংলো ছিল, যেগুলি শ্যুটিংয়ের জন্য দেওয়া হত, সেগুলি খুব মনে পড়ে।’
6.88% Weekly Cashback on 2025 IPL Sports