
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
সোমবার, ৮ জুলাই সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিন। এদিন তিনি ৫২ বছরে পা দিলেন। এই বিশেষ দিনটি এবার দাদা লন্ডনে কাটাচ্ছেন পরিবারের সঙ্গে। তবে দাদার জন্মদিন উপলক্ষে একাধিক অজানা কথা ফাঁস করলেন অভিজিৎ সেন।
অভিজিৎ সেন এদিন আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানান সৌরভ গঙ্গোপাধ্যায়কে প্রোপোজ করার জন্য এক মহিলা হীরের আংটি নিয়ে এসেছিলেন। হ্যাঁ, একেবারেই তাই। যাঁরা দাদাগিরির নিয়মিত দর্শক তাঁদের হয়তো মনে থাকবে এবারের সিজনেই এক দক্ষিণ ভারতীয় মহিলা এসেছিলেন দাদাগিরি খেলতে। প্রবাসীর হয়ে খেলেছিলেন তিনি। এই মহিলাই সেই মহিলা যিনি দাদার জন্য হীরের আংটি এনেছিলেন।
আরও পড়ুন: ছোট্ট বোনু ইয়ালিনিকে গল্প পড়ে শোনাচ্ছে দাদা ইউভান! দুই সন্তানের কাণ্ড দেখে কী লিখলেন শুভশ্রী?
অভিজিৎ সেন এই প্রসঙ্গে জানান, 'একবার ওঁর এক অনুরাগিনী হীরের আংটি নিয়ে এসেছিল চেন্নাই থেকে। তিনি চাইতেন সৌরভ গঙ্গোপাধ্যায়কে বিয়ে করতে। নিজেকে সেই মতো প্রস্তুত করেছিলেন। কিন্তু পরে যখন জানতে পারেন দাদা বিবাহিত তাঁর মন ভেঙে যায়। যদিও পরে যাঁর সঙ্গে তাঁর বিয়ে হয়েছে তিনিও সৌরভ ভক্ত। প্রতি সিজনে অডিশন দিয়ে অবশেষে সিজন ১০ এ সুযোগ পান তিনি। আর সেই আনন্দেই একেবারে হীরের আংটি কিনেছিলেন।'
অভিজিৎ আরও জানান, 'সেই আংটি দেখে সৌরভ নাকি লজ্জায় লাল হয়ে গিয়েছিলেন। মাথা নিচু করে সেই উপহার গ্রহণ করেছিলেন তিনি।'
আরও পড়ুন: 'আমি সিগারেট মদ খেতে ভালোবাসি, আমি অপদার্থ মা', হঠাৎ নিজেকে নিয়ে এমন কেন বললেন স্বস্তিকা?
একই সঙ্গে এদিন পরিচালক জানান সৌরভ গঙ্গোপাধ্যায় রূপের থেকে গুণের কদর বেশি করেন। প্রসঙ্গত কিছুদিন আগেই শেষ হয়েছে দাদাগিরি সিজন ১০।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports