গত বছরের শেষ দিকে দ্বিতীয়বারের জন্য মা হয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। গত নভেম্বরে তাঁর এবং রাজ চক্রবর্তীর মেয়ে ইয়ালিনির জন্ম হয়েছে। বর্তমানে তাঁর দুই সন্তানকে নিয়ে সংসার কেমন চলছে সেটারই ঝলক মাঝে মধ্যে পোস্ট করে থাকেন অভিনেত্রী। ছেলে ইউভানের বহু ছবি পোস্ট করলেও মেয়ের মুখ এখনও তাঁরা দেখাননি। তবে এবার কোন ছবি দেখালেন ইন্দুবালা?
আরও পড়ুন: 'মোটা থাই' নিয়ে সুইমিং স্যুট! ট্রোল্ড হতেই স্বস্তিকা বললেন, 'ভালো মায়েরা তো নাইটির উপর...'
শুভশ্রীর নতুন পোস্ট
শুভশ্রী গঙ্গোপাধ্যায় সোমবার সকালে তাঁর দুই সন্তানের একটি ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে বিছানায় উপুড় হয়ে শুয়ে থাকতে দেখা যাচ্ছে ইউভান এবং ইয়ালিনিকে। ইউভানের হাতে একটি বই ধরা। পাশে শুয়ে রয়েছে তার বোন। এই ছবিটি পোস্ট করে শুভশ্রী গঙ্গোপাধ্যায় লিখেছেন, 'স্টোরি টাইম।'
আদুর গায়ে সাদা প্যান্ট পরে আছে ইউভান। অন্যদিকে ইয়ালিনির মাথা ভর্তি ঝাঁকড়া চুল, হাত কাটা স্ট্রবেরি আঁকা গেঞ্জি এবং প্যান্ট পরে থাকতে দেখা যাচ্ছে।

শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের আগামী কাজ
শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনীত বাবলি ছবিটি আগামী মাসে মুক্তি পাচ্ছে রাজ চক্রবর্তী পরিচালিত এই ছবিটি স্বাধীনতা দিবসের দিন অর্থাৎ ১৫ অগস্ট মুক্তি পাচ্ছে বড় পর্দায়। সেখানেই নাম ভূমিকায় থাকবেন শুভশ্রী। তাঁর বিপরীতে থাকবেন আবির চট্টোপাধ্যায়। অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন সৌরসেনী মৈত্র।
আরও পড়ুন: 'আমি সিগারেট মদ খেতে ভালোবাসি, আমি অপদার্থ মা', হঠাৎ নিজেকে নিয়ে এমন কেন বললেন স্বস্তিকা?
এছাড়াও রাজ চক্রবর্তীর আরও একটি আসন্ন ছবিতেও উকিলের চরিত্রে দেখা যাবে শুভশ্রীকে। সেখানে মুখ্য ভূমিকায় থাকবেন ঋত্বিক চক্রবর্তী এবং মিঠুন চক্রবর্তীকে। এছাড়া দেবালয় ভট্টাচার্যর নতুন ভূতের ছবি আলেয়াতেও দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে।