গত মাসে ইন্ডিয়াস গট লেটেন্ট শো নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। রণবীর আল্লাহবাদিয়ার বলা মা বাবার সঙ্গম নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে সমালোচনা, কটাক্ষ এবং অবশ্যই পুলিশি জিজ্ঞাসাবাদের মুখোমুখি পড়তে হয়েছে সেই শোয়ে উপস্থিত থাকা বাকি বিচারকদের। ছিলেন আশিস চঞ্চালানিও। এই বিতর্কিত ঘটনার পর তাঁকে এদিন জিমের বাইরে দেখা গেল। সেখানে পাপারাৎজিদের দেখেই তিনি কী বলে ওঠেন?
আরও পড়ুন: শহরে হাজির নয়া রহস্য সন্ধানী! ফেলুদাকে শ্রদ্ধা জানাতে প্রস্তুত ডিটেকটিভ চারুলতা, মুখ্য ভূমিকায় কে?
কী ঘটেছে?
আশিস চঞ্চলানিকে এদিন 'ইন্ডিয়াস গট ট্যালেন্ট' বিতর্কের পর মুম্বইতে দেখা গেল একটি জিমের বাইরে। পাপারাৎজিরা যখন জিজ্ঞাসা করেন তাঁকে যে কেন এতদিন পর দেখা গেল তাঁকে? তখন আশিস হেসে মজার ছলে উত্তর দিয়ে বলেন, 'এদিক ওদিক ঘুরে, পুরো ইন্ডিয়ার ট্যুর করে অবস্থা খারাপ হয়ে গেছে।' আশিসের এই ভিডিয়ো বর্তমানে সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হচ্ছে। এতে কমেন্ট করে নেটিজেনরা তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন।
আরও পড়ুন: 'ডাইনি' অঞ্জনার প্রতিপক্ষ হয়ে আসছেন 'দেবী' রণিতা! সৌপ্তিকের ছবিতে অন্যান্য চরিত্রে থাকছেন কারা?
ফ্যানদের কাছে সমর্থন চেয়েছিলেন আশিস
সম্প্রতি কমেডিয়ান আশিস চঞ্চলানি তাঁর ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিয়ো শেয়ার করেছিলেন। এই ভিডিয়োতে আশিস বলেছেন, 'হ্যালো বন্ধুরা কেমন আছ? আমি তোমাদের মেসেজ পড়েছি। আমি ভেবেছিলাম স্টোরিতে তোমাদের সাথে কথা বলব, কিন্তু এখন স্টোরি শুরু করলে বুঝতেই পারছি না কী বলব। এই পরিস্থিতির সঙ্গে লড়াই করব, অনেক কঠিন সময় দেখেছি, এর থেকেও কিছু শিখব। আমি শুধু তোমাদের কাছে অনুরোধ করছি আমার পরিবার এবং আমাকে তোমাদের প্রার্থনায় রাখুন। আমি শীঘ্রই ফিরে আসব। আমার কাজ একটু এদিক-ওদিক হয়ে গেছে। যখনই ফিরে আসব সমর্থন করো। পরিশ্রম করব। আমি অনেক পরিশ্রম করেছি এবং এখন আবার করব। শুধু সবাই নিজের খেয়াল রেখো।'
আরও পড়ুন: কাঁথিতে ফুলের মালায় বরণ অতনুকে, পেলেন চকলেট সহ একগুচ্ছ উপহার! আবেগঘন সা রে গা মা পা জয়ী লিখল...