থার্টিফাস্ট নাইট, পার্টি তো বানতা হি হ্যায় ভাই! ২০২৪-এর শেষ, এবার ২০২৫কে বরণ করে নেওয়ার পালা। বর্ষবরণের রাতে পার্টিতে মজলেন শাহরুখ পুত্র আরিয়ান খান। মঙ্গলবার রাতে বছরের শেষদিনে নেশায় চুর হয়ে টলমল পায়ে পার্টি থেকে বের হতে দেখা গেল আরিয়ানকে। কিং খান পুত্র বলে কথা, স্বভাবতই সেই অবস্থাতেই লেন্সবন্দি হলেন তিনি।
পার্টিতে আরিয়ানকে এদিন কালো প্যান্ট, সাদা শার্ট আর নীল জ্যাকেটে দেখা গেল। কিন্তু কোথায়, কাদের সঙ্গে পার্টি করছিলেন শাহরুখ পুত্র?
মুম্বইতেই আয়োজিত হয়েছিল এই থার্টিফাস্ট নাইট পার্টি। আয়োজন করেছিল আরিয়ানের পোশাক ব্র্যান্ড 'ডি'ইয়াভল এক্স'। বন্ধুবান্ধবের সঙ্গেই পার্টি করছিলেন আরিয়ান। আর আরিয়ানের এই পার্টির অন্যতম আকর্ষণ ছিল তাঁর ব্রাজিলিয়ান বান্ধবী লারিসা বনেসি। সোশ্যাল মিডিয়ায় উঠে আসা বেশকিছু ভিডিয়োতে লেন্সবন্দি হন আরিয়ান ও লারিসা।
আরও পড়ুন-ফুকেতের সমু্দ্রপাড়ে ইউভান-ইয়ালিনির সঙ্গে রাজ-শুভশ্রী, উঠে এল নানান অদেখে মুহূর্ত…