বাংলা নিউজ > বায়োস্কোপ > Arpita Chatterjee: ‘কেন অর্পিতা চট্টোপাধ্যায়?' প্রসেনজিৎ ঘরণী তকমার বাইরেও তিনি সম্পূর্ণা! নতুন শুরু অর্পিতার
পরবর্তী খবর
‘কেন অর্পিতা চট্টোপাধ্যায়? কেন অর্পিতা নয়?’ বছর খানেক আগে ভরা মঞ্চে গর্জে উঠেছিলেন অর্পিতা চট্টোপাধ্যায়। 'প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ঘরণী' তকমা কোনওদিন পছন্দ নয় তাঁর। জীবন একটাই, আর নিজের সৃজনশীলতার সঙ্গে কম্প্রোমাইজ করে চললে হবে না। এই উপলব্ধি থেকেই নিজেকে খোঁজার জার্নি শুরু করেছিলেন অভিনেত্রী। আরও পড়ুন-নিন্দকদের মুখে ছাই! ছেলের জন্মদিনের পার্টিতে রোম্যান্টিক প্রসেনজিৎ-অর্পিতা, ফাটিয়ে নাচলেন