বাংলা নিউজ > বায়োস্কোপ > Arjun Rampal 4th Baby: ৫০ বছরে আবারও বাবা হলেন অর্জুন রামপাল, দ্বিতীয় পুত্রের জন্ম দিলেন প্রেমিকা গ্যাব্রিয়েলা
পরবর্তী খবর
Arjun Rampal 4th Baby: ৫০ বছরে আবারও বাবা হলেন অর্জুন রামপাল, দ্বিতীয় পুত্রের জন্ম দিলেন প্রেমিকা গ্যাব্রিয়েলা
1 মিনিটে পড়ুন Updated: 21 Jul 2023, 07:05 AM ISTSubhasmita Kanji
Arjun Rampal-Gabriella Demetriades: অর্জুন রামপাল এবং তাঁর বান্ধবী গ্যাব্রিয়েলার দ্বিতীয় সন্তানের জন্ম হল ২০ জুলাই। বৃহস্পতিবার তাঁদের ঘরে এল তাঁদের একরত্তি।
৫০ বছরে আবারও বাবা হলেন অর্জুন রামপাল
অর্জুন রামপালের ঘর ফের ভরে উঠল নবজাতকের কান্নায়। তাঁর জীবনে এল নতুন মানুষ। আর সেই কথা অভিনেতা নিজেই ঘোষণা করলেন সোশ্যাল মিডিয়ায়।
অর্জুন রামপাল এবং তাঁর প্রেমিকা গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেসের দ্বিতীয় সন্তান ভূমিষ্ট হল ২০ জুলাই, বৃহস্পতিবার। তাঁদের একটি ছেলে হয়েছে। আর এই খুশির খবর অভিনেতা তাঁর সকল ভক্তর সঙ্গে এদিন ভাগ করে নেন। টুইটারের পাতায় পোস্ট করেন তিনি একটি।
অর্জুন এদিন তাঁর টুইটার হ্যান্ডেলে লেখেন, 'আমার পরিবার এবং আমার জীবনে এদিন একটি ফুটফুটে পুত্র সন্তান এল। মা আর ছেলে দুজনেই ঠিক আছে। মনটা ভালো লাগায় আর কৃতজ্ঞতায় ভরে যাচ্ছে। সবাইকে এত ভালোবাসা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।'
অর্জুন এবং গ্যাব্রিয়েলা বেশ কয়েক বছর ধরেই প্রেমের সম্পর্কে আছে। বিগত কয়েক বছর ধরেই তাঁরা একে অন্যকে ডেট করছেন। ২০১৮ সালে এক বন্ধুর মাধ্যমে তাঁদের আলাপ হয়েছিল। সেই আলাপ গড়ায় বন্ধুত্ব এবং তারপর প্রেমে। মাত্র কয়েক মাসের মধ্যেই তাঁর প্রেমের সম্পর্কে আবদ্ধ হন। আর বছর ঘুরতে না ঘুরতেই তাঁদের জীবনে তাঁদের প্রথম সন্তান অরিক রামপাল আসে। ৪ বছর পর তাঁদের জীবনে এল তাঁদের দ্বিতীয় সন্তান।