ভারত বা বাংলা নয়, বিশ্বের দরবারেও বারবার নিজেকে প্রমাণ করেছেন অরিজিৎ সিং। বাংলা হোক বা হিন্দি, আধুনিক হোক অথবা রবীন্দ্র সঙ্গীত, অরিজিৎ সিং-এর গান মানেই তেমন ছুঁয়ে যাবেই শ্রোতাদের। সম্প্রতি সঙ্গীতশিল্পীর মুকুটে জুড়ল আরও একটি পালক, যা শুনে উচ্ছ্বসিত ভক্তরা।
স্পটিফাই এমন একটি মিউজিক অ্যাপ, যেখানে শ্রোতারা বাংলা থেকে হিন্দি, ইংরেজি থেকে আঞ্চলিক ভাষা, সমস্ত ধরনের সমস্ত ভাষার গান শুনতে পারেন অবলীলায়। এই স্পটিফাই মিউজিক অ্যাপে এবার আন্তর্জাতিক পপ আইকনদের পেছনে ফেলে দিয়ে ইতিহাস গড়লেন অরিজিৎ সিং।
আরও পড়ুন: শ্যুটিংয়ের ফাঁকেই কেক কাটিং, দুই কৌশিকের উপস্থিতিতে জন্মদিন উদযাপন করলেন জয়া
আরও পড়ুন: গলায় পদ্মমালা, মাথায় মুকুট, দেবী লক্ষ্মীর বেশে বাসবদত্তা! কীসের শ্যুটিং সারলেন তিনি?
স্পটিফাই মিউজিক অ্যাপে অরিজিৎ সিং-এর ফলোয়ার্স সংখ্যা ছুঁয়েছে ১৫১ মিলিয়ন। দ্বিতীয় স্থানে রয়েছেন আমেরিকান সুপারস্টার টেলার সুইফট, যার ভক্ত সংখ্যা ১৩৯.৬ মিলিয়ন। তৃতীয় স্থানে রয়েছেন এড শিরান, যার ভক্ত সংখ্যা ১২১ মিলিয়ন।
চতুর্থ স্থানে রয়েছেন বিলি আইলিশ, যার ভক্ত সংখ্যা ১১৪ মিলিয়ন। ১০৭.৩ মিলিয়ন ভক্ত নিয়ে পঞ্চম স্থানে রয়েছেন দ্য উইকেন্ড। এছাড়াও সেরা দশের মধ্যে রয়েছেন জাস্টিন বিবার, আরিয়ানা গ্র্যান্ডে, এমিনেম, ব্যাড বান্নি এবং ড্রেক।
আরও পড়ুন: গায়ে লেপ্টে ভিজে শাড়ি, বৃষ্টিতে আগুন ধরালেন তন্বী! 'হট...', লিখলেন রাহুল
আরও পড়ুন: নতুন মেজাজে আসছে জি বাংলার 'সা রে গা মা পা'! কবে থেকে শুরু হবে সম্প্রচার?
প্রসঙ্গত, কিছুদিন আগেই ব্রিটিশ গায়ক এড শিরান এসেছিলেন ভারতবর্ষে। বিখ্যাত মানুষের সঙ্গে দেখা করার পাশাপাশি মুর্শিদাবাদের জিয়াগঞ্জে অরিজিৎ সিং-এর সঙ্গে দেখা করেন এই ব্রিটিশ গায়ক। একসঙ্গে কাটান বেশ খানিকটা সময়, দেখেন সূর্যাস্ত, চড়েন স্কুটি।