1 মিনিটে পড়ুন Updated: 03 Dec 2023, 10:33 PM ISTSubhasmita Kanji
Arijit Singh: সিঙ্গাপুরের কনসার্টে গিয়ে ভক্তের সঙ্গে গান গাইলেন অরিজিৎ সিং। মুহূর্তে ভাইরাল হল ভিডিয়ো
Ad
কনসার্ট থামিয়ে ভক্তের সঙ্গে যুগলবন্দি অরিজিতের
অরিজিৎ সিংয়ের কনসার্ট মানেই নতুনত্ব কিছু। কখনও তিনি ভক্তদের থেকে মন ভালো করে উপহার পান। কখনও আবার তাঁর হাত ধরে টানাটানি করেন ভক্তরা। কখনও আবার তাঁদের সঙ্গে গলা মেলান গায়ক। তবে তাঁর সিঙ্গাপুরের কনসার্টে একেবারে অন্য রকম কিছুই হল যা দেখে মুগ্ধ হয়ে গিয়েছে গায়কের ভক্তরা। তিনি এদিন তাঁর এক ভক্তের সঙ্গে মঞ্চে দাঁড়িয়ে গান গাইলেন।
ভক্তের সঙ্গে গান অরিজিতের
অরিজিৎ সিংয়ের সিঙ্গাপুর কনসার্টের একটি ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছে। সেখানে অরিজিৎ সিংকে মঞ্চে দাঁড়িয়ে গান গাইতে দেখা যাচ্ছে। যদিও তাঁর লক্ষ্য দর্শকাশনের একটি নির্দিষ্ট দিকে। তাঁর পাশে দাঁড়িয়ে তাঁর ব্যান্ডের গিটারিস্ট। তাঁদের সামনে একটি মেয়ে মাইক হাতে দাঁড়িয়ে। দুজনকে এরপর শাহরুখ কাজলের দিওয়ালে ছবি থেকে জনম জনম গানটি গাইতে দেখা যায়। অন্তরা মিত্রের গাওয়া অংশটি সেই মেয়েটি গান, এবং অরিজিৎ তাঁর অংশটি। তাঁদের এই যুগলবন্দি দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন সকলে। এভাবে অপ্রত্যাশিত ভাবে পছন্দের গায়কের সঙ্গে গাইতে পেরে উচ্ছ্বসিত সেই ভক্তটিও।