বাংলা নিউজ > বায়োস্কোপ > Arijit Singh: যার কাছে বিচার চাইছি সে গা ঝাড়া দিয়ে বসে, রাস্তায় নামলে মার খাব নয়…: অরিজিৎ সিং
পরবর্তী খবর
আর জি করের ন্যক্কারজনক ঘটনায় শিউরে উঠেছে গোটা দেশ। চোখের পাতা এক করতে পারছেন না শুভবুদ্ধিসম্পন্ন মানুষরা। প্রতিবাদে পথে নেমেছেন আম জনতা থেকে তারকা। দু-সপ্তাহ কেটেছে এখনও সুবিচারের আশায় দেশবাসী। আরজি করের ঘটনায় শুরু থেকেই সরব অরিজিৎ সিং। আরও পড়ুন-‘আমি অতটা শিক্ষিত নই…’, পথে নামার হুমকি পর অডিও বার্তা অরিজিতের, কী আর্জি রাখলেন গায়ক?