এ আর রহমানের জন্মদিনে শিল্পীর সহকর্মীরা তো বটেই, বিশ্বের নানা প্রান্ত থেকে তাঁর ভক্তরা তাঁকে শুভেচ্ছায় ভরে দিচ্ছেন। তবে এই সব শুভেচ্ছা বার্তার ভিড়ে দর্শকদের মন কেড়েছে প্রখ্যাত কোরিওগ্রাফার প্রভুদেবার বার্ডে উইশ।
সায়রাহীন রহমানের জন্মদিন! 'তাঁর জাদু...' গায়কের বিশেষ দিনে যা বললেন প্রভুদেবা
গত বছরের একদম শেষ দিকে আচমকাই এ আর রহমান এবং তাঁর স্ত্রী সায়রা বানুর বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে। তারপর ৬ জানুয়ারি ৫৭ বছরে পা দিলেন রহমান। সায়রাকে ছাড়া এটাই তাঁর প্রথম জন্মদিন, তবে থেমে নেই উদযাপন। জন্মদিনে শিল্পীর সহকর্মীরা তো বটেই, বিশ্বের নানা প্রান্ত থেকে তাঁর ভক্তরা তাঁকে শুভেচ্ছায় ভরে দিচ্ছেন। তবে এই সব শুভেচ্ছা বার্তার ভিড়ে দর্শকদের মন কেড়েছে প্রখ্যাত কোরিওগ্রাফার প্রভুদেবার বার্ডে উইশ।
রহমানের জন্মদিন উপলক্ষ্যে তিনি তাঁর এক্স হ্যান্ডেলে একটি মন ছুঁয়ে যাওয়া ভিডিয়ো পোস্ট করেছেন। ভিডিয়োটিতে দেখা গিয়েছে দুটি ছোট বাচ্চা আনন্দের সঙ্গে ‘মোকাবিলা’ গানটিতে নাচছে। এই গানটি এ আর রহমানের সুর করা, পাশাপাশি গানটি গেয়েছেনও তিনি। তবে এখানেই এর বিশেষত্ব শেষ হয়ে যায় না, কারণ পর্দায় ‘মোকাবিলা’র তালে তাল মিলিয়ে নেচেছিলেন প্রভুদেবার স্বয়ং।
আর এবার সেই গানের তালে দুটি বাচ্চার নাচের ভিডিয়ো পোস্ট করে প্রভুদেবা লিখেছেন, ‘এমনকী বাচ্ছারাও এখন AR রহমান স্যারের এর জন্য নাচছে। তাঁর জাদু, সবসময় কাজ করে। আমরা আপনাকে ভালোবাসি, স্যার। আপনাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা।’
এ আর রহমানের ছেলে এ আর আমিনও বাবার প্রতি তাঁর ভালোবাসা প্রকাশ করে প্রশংসা ভরা একটি পোস্ট শেয়ার করেছেন। তিনি নিজের ইনস্টাগ্রামে দু'জনের একটি সুন্দর ছবি শেয়ার করে লিখেছেন, ‘নেতৃত্ব দেওয়ার জন্য জন্মগ্রহণ করেছেন, অনুপ্রেরণা হওয়ার জন্যই জন্মগ্রহণ করেছেন যে কিংবদন্তী, তাঁকে আমি আমি বাবা বলে ডাকতে পারি।’
প্রসঙ্গত, এ আর রহমান এবং প্রভুদেবের মধ্যে বন্ধুত্ব কয়েক দশকের। তাঁদের কোলাবরেশনের ফলে ভারতীয় সঙ্গীত বহু আইকনিক সব গান পেয়েছে। তার মধ্যে 'মোকাবিলা' অন্যতম। তাঁরা একসঙ্গে জুটি বেঁধে একাধিক হিট দিয়েছেন শ্রোতাদের। 'মোকাবিলা' ছাড়াও তাঁরা ‘উর্বশী’, ‘পেট্টা র্যাপ’, ‘চিকু বুকু রাইলে’, ‘রোমিও আতম’ -সহ আরও অনেক গানে একসঙ্গে কাজ করেছে। তাঁদের একসঙ্গে করা গানগুলি সঙ্গীত প্রেমীদের পছন্দের গানের তালিকায় জায়গা করে নিয়েছে। প্রভুদেবার কোরিওগ্রাফির সঙ্গে রহমানের অন্যধারার গান এই জুটিকে মানুষের কাছে আরও জনপ্রিয় করে তুলেছিল।