Anupam-Piya: আজ আলাদা! টিকে থাকলে পালন করতেন অষ্টম বিবাহবার্ষিকী,তবুও পিয়ার স্মৃতি আগলে অনুপম Updated: 06 Dec 2023, 11:35 PM IST Priyanka Mukherjee Anupam-Piya: কেমন যেন আলাদা আলাদা সব…. এটাই বর্তমান কিন্তু অতীতে জুড়ে ছিলেন তাঁরা। ডিজিটাল দেওয়ালে আজও রয়ে গিয়েছে তাঁদের ফেলে আসা মুহূর্তের জলছবি। প্রাক্তনের স্মৃতি আগলে রয়েছেন অনুপম।