রবিবার সকালেই এসেছিল সেই চরম দু:সংবাদ। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে রবিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন লতা মঙ্গেশকর। ৯২ বছর বয়স হয়েছিল মৃত্যুর সময়। করোনা রিপোর্ট পজিটিভ আসার পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। কোভিড নেগেটিভ এলেও করোনা পরবর্তী শারীরিক জটিলতা ঘিরে ধরেছিল তাঁকে। রবিবার সকালে মাল্টি অর্গ্যান ফেলইয়োর হয়ে মৃত্যু হয়েছে তাঁর।কোকিলকণ্ঠীর মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন প্রায় সব বলি-তারকা। প্রয়াতা কিংবদন্তির পরিবারকে সমবেদনা জানাতে পাশে এই কঠিন সময়ে ছুটে গিয়েছিলেন অনুপম খের।প্রয়াতা কোকিলকণ্ঠীর বোন তথা জনপ্রিয় বর্ষীয়ান গায়িকা আশা ভোঁসলে-এর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন অনুপম। সেখানেই 'কিছু হাসি, কিছু কান্না' ভাগ করে নিলেন তিনি। গত শনিবারই লতাকে শেষবার দেখতে হাসপাতালে গিয়েছিলেন তাঁর ছোট বোন। আশার সঙ্গে মোলাকাতের একটি ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অনুপম। সাদা-কালো সেই ছবিতে দেখা যাচ্ছে আশার হাত নিজের মুঠোর মধ্যে ধরে রেখেছেন অনুপম। অভিনেতার দিকে মুখে স্মিত হাসি ফুটিয়ে তাকিয়ে থাকলেও আশার দু'চোখে উপচে পড়া কষ্ট বুঝতে পরিশ্রম করতে হয়নি নেটপাড়ার বাসিন্দাদের। অসুবিধে হয়নি বুঝতে অনুপমেরও। তাই তো সেকথা ছবির ক্যাপশনে উল্লেখ করে তিনি লিখেছেন, 'কখনও কখনও হাসি দিয়েই গভীরতম দুঃখকে চাপা দেওয়া যায়। দিদি লতাকে হারিয়ে বোন আশার মনের অবস্থা উপলদ্ধি করতে পেরেছি স্পষ্টভাবে। কিছু হাসি, কিছু দুঃখ ভাগ করে নিলাম দু'জনে।' এরপর প্রয়াতা কিংবদন্তির ছবি পোস্ট করে অনুপম জানিয়েছেন ভারতরত্ন লতা মঙ্গেশকর আমাদের ছেড়ে কোথাও যেতেই পারেন না। আমাদের হৃদয়ে সর্বদা তিনি বেঁচে থাকবেন। তবে ওঁর থেকে মাঝে মাঝে যে হোয়াটস অ্যাপে যে মেসেজ আসত, তা বড্ড মিস করব।'