‘বাদশা’ সিনেমার ওহ লাড়কি জো গানটি নিয়ে সম্প্রতি যে বিতর্ক তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়ায়, সেই প্রসঙ্গে এবার মুখ খুললেন সঙ্গীত রচয়িতা অনু মালিক। গায়িকা প্রসঙ্গে ঠিক কী বললেন অনু?
ভারতে কনসার্ট করতে এসে পপ গায়িকা ডুয়া লিপা শাহরুখ খান অভিনীত বাদশা সিনেমার ওহ লাড়কি জো সবসে আলাগ হ্যায়, গানটি গেয়েছিলেন। তবে গানটি গাওয়ার সময় একবারের জন্য তিনি গানের সুরকার বা সংগীত শিল্পীর কথা উল্লেখ করেননি, যা নিয়ে পরবর্তী সময় তৈরি হয়েছে বিতর্ক।
কী বলেছিলেন অভিজিৎ ভট্টাচার্য?
অভিজিৎ সম্প্রতি নিউজ ১৮ - কে সাক্ষাৎকার দিতে গিয়ে বলেন, ‘এই গানটি গাওয়ার সময় ওঁর গানের সুরকার এবং সংগীতশিল্পীর নাম উচ্চারণ করা উচিত ছিল। যেহেতু উনি নিজেও একজন সঙ্গীতশিল্পী, তাই এটা বলা অবশ্যই উচিত ছিল ওঁর। যদিও এই গানটি আগেও যেমন জনপ্রিয়, তেমন আরও একবার এই গানটি জনপ্রিয়তা অর্জন করল বিদেশী সঙ্গীত শিল্পী হাত ধরে। তবে এটাও ঠিক, ভারতের নায়ককে যে গুরুত্ব দেওয়া হয় সেই গুরুত্ব একেবারেই দেওয়া হয় না গায়ককে।’
আরও পড়ুন: সলমনের বিগ বস-১৮ শোয়ে যোগ দিচ্ছেন সুন্দরী শালিনী পাসি, কে ইনি?
আরও পড়ুন: ‘ষড়যন্ত্র করা হয়েছে…’! চন্দ্রবাবু নাইডুর পোস্ট নিয়ে মুখ খুললেন রামগোপাল বর্মা
কী বললেন অনু মালিক?
নিউজ এইটিন- এর সাক্ষাৎকারে গানের ক্রেডিট নিয়ে কথা বলতে গিয়ে অনু বলেন, ‘ডুয়া লিপা খুব প্রতিভাবান একজন গায়িকা। একটি গান গাওয়ার আগে ক্রেডিট দেওয়ার অন্যতম কারণ হলো সেই গানটির পেছনে কাদের পরিশ্রম রয়েছে তাদের নাম সামনে উঠে আসে। তবে আমরা কেবল সঠিক ক্রেডিট দেওয়ার জন্য অনুরোধ করতে পারি হাতজোড় করে, আমরা কেউ বিতর্ক সৃষ্টি করতে চাই না।'
তিনি আরও বলেন, 'আমরা অত্যন্ত খুশি যে একটি ভারতীয় গান ইন্টারন্যাশনাল গায়িকা গাইলেন। তবে এটাও মানতে হবে যে এই গানে শাহরুখের উপস্থিতি থাকার কারণে এই গানের জনপ্রিয়তা আরও বেশি বেড়েছিল। এই গানটি আগের থেকে আরও বেশি জনপ্রিয় করার জন্য সংগীত শিল্পীকে আমরা অনেক ধন্যবাদ জানাই।'
প্রসঙ্গত, ১৯৯৯ সালে শাহরুখ খান এবং টুইংকেল খান্না অভিনীত ‘বাদশা’ সিনেমার ও লড়কি জো গানটি নিঃসন্দেহে একটি জনপ্রিয় গান। একটা সময় শাহরুখ খানের লিপে গান মানেই ছিল অভিজিৎ ভট্টাচার্যের গান, যদিও পরবর্তীকালে অভিজিৎ এবং শাহরুখ একসঙ্গে কাজ করা বন্ধ করে দেন।